ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিকল্প হিসেবে থাকছেন মুমিনুল

এশিয়া কাপে সাকিবের খেলা নিয়ে সংশয়!

প্রকাশিত: ০৬:৩৫, ৭ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপে সাকিবের খেলা নিয়ে সংশয়!

স্পোর্টস রিপোর্টার ॥ কোন ক্রিকেটার যদি খেলার জন্য পুরোপুরি ফিট না থাকেন তাহলে সবার আগে সেই বিষয়ে অভিভাবক প্রতিষ্ঠানকে (বিসিবি) জানাতে হয়। সাকিব সেটি না করে একটি দৈনিক ইংরেজী পত্রিকাকে জানিয়েছেন। সাকিব বলেছেন, তিনি ২০ থেকে ৩০ শতাংশ ফিট। আর তাতেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের এশিয়া কাপে খেলা নিয়েও দেখা দিয়েছে সংশয়! আর তাতে করে বিকল্প হিসেবে মুমিনুল হক থাকছেন। শুধু সাকিবের জন্যই নন, নাজমুল হোসেন শান্ত যে অনুশীলন করতে গিয়ে আঙ্গুলে ব্যথা পেয়েছেন, এ জন্যও মুমিনুল বিকল্প হিসেবে থাকছেন। সাকিবের ফিটনেস নিয়ে মন্তব্যে বিসিবির পরিচালক, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘বোর্ড মনে করে ২০-৩০ শতাংশ ফিটনেস নিয়ে তার (সাকিবের) খেলা উচিত নয়। সে এখন দলের সঙ্গে আরব আমিরাতে যেতে পারে, নাও যেতে পারে। সিদ্ধান্ত তার। আমরা মুমিনুলকে (হক) রাখছি বিকল্প হিসেবে। তবে তার এই মন্তব্য বোর্ডের জন্য বিব্রতকর। সে ২০-৩০ শতাংশ ফিট, এটা সংবাদ মাধ্যমকে আগে না জানিয়ে বিসিবিকে জানানো উচিত ছিল। তবে যেটা বললাম, সে যদি ২০-৩০ শতাংশ ফিট থাকে তার খেলা উচিত নয়।’ স্বাভাবিকভাবেই একজন খেলোয়াড় যদি ২০ থেকে ৩০ শতাংশ ফিট থাকেন তাহলে খেলতে নামাই উচিত নয়। সাকিবের এমন অবস্থা হলেও তার খেলা উচিত নয়। তিনি এখন আছেন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই তার সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। বাংলাদেশ দল ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে যাবে। দুবাই যাবে। ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২০ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল আগেই ঘোষণা করা হয়েছে। সাকিবকে রেখেই দল ঘোষণা করা হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এসে, টুর্নামেন্ট শুরুর ৮ দিন আগে সাকিবের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সাকিব টুর্নামেন্টের জন্য দেশের মাটিতে হওয়া অনুশীলনেও যোগ দেননি। সাকিব অবশ্য চেয়েছিলেন অস্ত্রোপচার এশিয়া কাপের আগেই করতে। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলে এশিয়া কাপের পরে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন সাকিব। তার এশিয়া কাপ খেলা নিশ্চিতই ছিল। কিন্তু এক মন্তব্যেই এখন তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সাকিবের ইস্যুটি বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সামনেও এসে পড়েছে। মাশরাফি জানিয়েছেন, ‘শেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব যেভাবে খেলেছে, সেই হিসেবে সাকিবই সবচেয়ে ভাল বলতে পারবে সে কেমন আছে। সবমিলিয়ে যদি আপনি সাকিবের পারফর্মেন্স দেখেন তাহলে বলতে হবে আমাদের জয়ের জন্য তার পারফর্মেন্স অনেক বড় ভূমিকা পালন করেছে। আমার কাছে মনে হয় ও অতটুকু সুস্থ থাকলে সেটা দলের জন্য যথেষ্ট। তবে সিদ্ধান্তটা সাকিবের। এখানে কারও কোন হাত নেই। সিদ্ধান্ত নেয়ার পর এখানে অজুহাতের কোন জায়গা থাকার কথা না। সে যখন খেলবে তখন শতভাগ দিয়েই খেলবে।’ প্রধান কোচ স্টিভ রোডসকেও সাকিব ইস্যুতে কথা বলতে হয়েছে। তিনি জানান, ‘আমার বিশ্বাস হয় না সে ২০/৩০ ভাগ ফিট। আমার মনে হয় সে তারচেয়ে অনেক বেশিই ফিট। এ ধরনের বিবৃতি শিরোনাম তৈরি করেছে। আমি অনেকটাই নিশ্চিত যে সাকিব এরচেয়েও অনেক বেশি ফিট। ওয়েস্ট ইন্ডিজে সে ব্যাটে-বলে এবং ফিল্ডিংয়ে চমৎকার ক্রিকেট খেলেছে। আমার মনে হয় সেই অবস্থার চেয়ে এখনকার অবস্থায় বাস্তবে কোন ব্যত্যয় ঘটেনি। সবাই জানে তার অস্ত্রোপচার প্রয়োজন। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর সে সিদ্ধান্তটি নিয়েছে। বাংলাদেশের জন্য এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ। সে পুরোপুরি ফিট নয়। কিন্তু ক্যারিবিয়ানে সে যেমন খেলেছে তেমনটাই যদি খেলতে পারে তাহলে সেটি বাংলাদেশের জন্য বিশাল সম্পদ হিসেবে পরিণত হবে। এই ছেলেটি অপূর্ব একজন ক্রিকেটার। যদি সাকিব ৬০-৭০ ভাগ ফিট হয়ে থাকে, তাহলেই সাকিব আল হাসান থেকে দারুণ অনেক কিছুই পেয়ে যাবেন।’
×