ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইউএস ওপেন থেকে মারের হতাশাজনক বিদায়

নাদাল-ওয়ারিঙ্কা জয়ের ধারায়

প্রকাশিত: ০৬:০৮, ৩১ আগস্ট ২০১৮

নাদাল-ওয়ারিঙ্কা জয়ের ধারায়

স্পোর্টস রিপোর্টার ॥ চোট কাটিয়ে দীর্ঘ ১৪ মাস পর প্রথম কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন এ্যান্ডি মারে। কিন্তু দুর্ভাগ্য তার। দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল গ্রেট ব্রিটেনের সাবেক এক নম্বর খেলোয়াড়ের সেই যাত্রা। বুধবার মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্পেনের ৩১তম বাছাই ফার্নান্দো ভার্দাস্কোর কাছে ৭-৫, ২-৬, ৬-৪ এবং ৬-৪ গেমে হেরে বিদায় নেন এ্যান্ডি মারে। গত জানুয়ারিতে সার্জারি করা হয় মারের। এরপর ইউএস ওপেন তার পঞ্চম টুর্নামেন্টে অংশগ্রহণ। স্প্যানিশ তারকা ভার্দাস্কোর কাছে হারের পর সাবেক শীর্ষ তারকা জানান, ইনজুরি থেকে ফেরার পর বেশ কিছু ভাল ম্যাচ খেলেছেন তিনি। যা ভবিষ্যতের জন্য তার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মারে হেরে গেলেও বুধবার দ্বিতীয়পর্বের ম্যাচে জয় পেয়েছেন হট ফেবারিট রাফায়েল নাদাল। স্প্যানিশ টেনিস তারকা এদিন ৬-৩, ৬-৪ এবং ৬-২ গেমে হারান কানাডার ভাসেক পোসপিসিলকে। হাসি নিয়ে কোর্ট ছেড়েছেন জুয়ান মার্টিন ডেল পোত্রোও। আর্জেন্টাইন তারকা এদিন ৬-৩, ৬-১ এবং ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করেন আমেরিকার ডেনিস কুডলাকে। ২০০৯ সালে ইউএস ওপেন জয়ী ডেল পোত্রোর প্রতিপক্ষকে হারাতে এদিন সময় লাগে মাত্র এক ঘণ্টা ৫৬ মিনিট। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে তার সামনে বড় বাধা এখন ফার্নান্দো ভার্দাস্কো। দিনের আরেক ম্যাচে জয় পেয়েছেন স্টানিস্লাস ওয়ারিঙ্কাও। সাবেক চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা এদিন কঠিন লড়াইয়ের পর ৭-৬ (৭/৫), ৪-৬, ৬-৩ এবং ৭-৫ গেমে হারান ফরাসী বাছাই উগো হাম্বার্টকে। তৃতীয়পর্বে ওয়ারিঙ্কা মুখোমুখি হবেন মিলোস রাওনিকের।
×