ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ে চালকের আসনে ভারত

প্রকাশিত: ০৫:২৮, ২১ আগস্ট ২০১৮

বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ে চালকের আসনে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ে ট্রেন্ট ব্রিজ টেস্টে চালকের আসনে ভারত। সোমবার তৃতীয় দিন চা বিরতিতে এ রিপোর্ট লেখার সময় ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ২৭০। সব মিলিয়ে লিড ৪৩৮। কোহলি ব্যাট করছিলেন ব্যক্তিগত ৯৩ রান নিয়ে। ৬৯তম টেস্টে ২৩ নম্বর সেঞ্চুরির নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে ছিলেন প্রথম ইনিংসে ৯৭ রানে আউট হওয়া এ সুপার ব্যাটসম্যান। ম্যাচে ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডে গ্রেট সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে গেছেন কোহলি। চেতেশ্বর পুজারা ৭২ ও শিখর ধাওয়ান আউট হয়েছেন ৪৪ রান করে। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ৩২৯/১০। আর হারদিক পান্ডিয়ার (৫/২৮) ত্রাস ছড়ানো পেস বোলিংয়ের মুখে প্রথম ইনিংসে ৩৮ ওভারে স্বাগতিক ইংল্যান্ড অলআউট হয়ে যায় মাত্র ১৬১ রানে। প্রথম ইনিংসে ৯৭ রানের ইনিংস দিয়ে বিদেশের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান কোহলি। ভিন দেশে তার বর্তমান রান ১৮২৪। মাত্র ১৯ টেস্টে এ রান করেছেন কোহলি। সৌরভ অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ২৮টি টেস্ট খেলেছেন। তালিকায় তৃতীয় স্থানে মহেন্দ্র সিং ধোনি। বিদেশে অধিনায়ক হিসেবে ৩০ টেস্টে তার রান ১৫৯১। চতুর্থস্থানে থাকা মোহাম্মদ আজহার উদ্দিনের রান ২৭ টেস্টে ১৫১৭। পঞ্চম স্থানে রাহুল দ্রাবিড় ১৭ টেস্টে করেছেন ১২১৯ রান। পাশাপাশি ভারতের ১৩তম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ১ হাজার রানও পূর্ণ করেছেন কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটা অবশ্য শচীন টেন্ডুলকরের। ৭টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে সাবেক গ্রেটের ঝুলিতে ২৫৩৫ রান । ২৪৮৩ রান নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আরেক সাবেক মাস্টার ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। এছাড়া ট্রেন্ট ব্রিজে নিজের অভিষেক টেস্টে উইকেটরক্ষক হিসেবে ৫টি ডিসমিসাল নিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থও।
×