ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লীগের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক এখন এ্যাগুয়েরো, ব্রাইটনের কাছে ম্যানইউর লজ্জাজনক পরাজয়

এ্যাগুয়েরোর হ্যাটট্রিক, উড়ছে সিটি

প্রকাশিত: ০৫:২৬, ২১ আগস্ট ২০১৮

এ্যাগুয়েরোর হ্যাটট্রিক, উড়ছে সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগে রবিবার তারা ৬-১ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে হাডার্সফিল্ডকে। সিটিজেনদের হয়ে এই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক গড়েন সার্জিও এ্যাগুয়েরো। তবে সিটির বড় জয়ের দিনে লজ্জাজনকভাবে হেরেছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। কেননা, ব্রাইটনের কাছে যে এদিন ৩-২ গোলে হার মানে জোশে মরিনহোর শিষ্যরা! ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দুর্দান্ত খেলেই গত মৌসুমের শিরোপা জয়ের স্বাদ পায় পেপ গার্ডিওলার শিষ্যরা। শুধু তাই নয়, নতুন মৌসুম শুরুর আগে কমিউনিটি শিল্ডের শিরোপাও নিজেদের শোকেসে তুলে ম্যানচেস্টার সিটি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেই ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মৌসুম শুরু করে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ২০১৮-১৯ মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষেও বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে হ্যাটট্রিক করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লীগ ইতিহাসে এখন তিনি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক। রবিবার নিজেদের ইত্তিহাদ স্টেডিয়ামে হাডার্সফিল্ডকে আতিথ্য দেয় ম্যানচেস্টার সিটি। শুরু থেকেই দুর্দান্ত খেলে স্বাগতিকরা। সিটির হয়ে প্রথম গোলটি করেন এ্যাগুয়েরো। ২৫ মিনিটে ডেভিড সিলভার বাড়ানো বল ডি বক্সের একটু বাইরে পেয়ে যান এ্যাগুয়েরো। বলটি থামাতে গোলকিপার চলে আসেন তার সামনে। এ সময় এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল পালিয়ে দেন জালে। ৩৫ মিনিটে এই তারকা দেখা পান দ্বিতীয় গোলের। ফরাসী তারকা বেঞ্জামিন মেন্ডির নেয়া শট গোলকিপার বেন হামার ধরতে গেলে তা হাস্যকরভাবে তার হাতে লেগে চলে যায় এ্যাগুয়েরোর কাছে। এ্যাগুয়েরো কোন ভুল না করে বল পাঠিয়ে দেন জালে। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে বেঞ্জামিন মেন্ডির নেয়া ক্রস আলতো টোকায় জালে জড়িয়ে দেন এ্যাগুয়েরো। আর এতেই তিনি ঢুকে যান ইতিহাসের পাতায়। রবি ফওলারের সঙ্গে যৌথভাবে ৯টি হ্যাটট্রিক এখন তার। সিটির হয়ে এই নয়টি হ্যাটট্রিক করতে তিনি খেলেছেন ২৯৫ ম্যাচ। সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডটি এখনও এ্যালান শিয়েরারের দখলে। সাবেক এই তারকা ফুটবলারের হ্যাটট্রিক ১১টি। তার রেকর্ড ভাঙতে হলে এ্যাগুয়েরোর করতে হবে আরও ৩টি হ্যাটট্রিক। তবে রবিবার এই তারকা হয়ে গেছেন সিটির হয়ে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক। ম্যানচেস্টার সিটির হয়ে হাডার্সফিল্ডের বিপক্ষে গোলের দেখা পেয়েছেন গ্র্যাবিয়েল জেসুস এবং ডেভিড সিলভাও। তবে শেষ ম্যানসিটির শেষ গোলটি ছিল হাডার্সফিল্ডের কোঙ্গোলোর আত্মঘাতী। ম্যানচেস্টার সিটির জয়ের দিনে ভিন্ন চিত্র ম্যানচেস্টার ইউনাইটেডে। ব্রাইটনের মাঠে তিন মিনিটের মধ্যে দুই গোল হজম করে হতভম্ব হয়ে যায় জোশে মরিনহোর দল। ম্যাচ শুরুর ২৫ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন গ্লেন মারে। একটু পরই স্কোর লাইন ২-০ করেন শেন ডাফি। তবে প্রথমার্ধের ৩৪ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন রোমেলু লুকাকু। কিন্তু বিরতির আগে আবারও গোল হজম করে বসে মরিনহোর দল। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে কার্যত ম্যাচ থেকেই ছিটকে দেন পাসকাল গ্রস। ডি-বক্সে ফাউল হওয়ার সর্বোচ্চ সুবিধাটাই আদায় করে নিলেন এই জার্মান মিডফিল্ডার। তারপরও ম্যাচে ফিরতে চেষ্টার কোন ত্রুটি রাখেনি অতিথিরা। কিন্তু পগবা-লুকাকুদের সব প্রচেষ্টাই বিফলে যায়। দু’ দুবার তো রেড ডেভিলদের গোলবঞ্চিত করেন ব্রাইটনের অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাথিউ রায়ান। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে হারের ব্যবধান কমায় ম্যানইউ। ডি-বক্সে ফাউলের শিকার হন ইউনাইটেডের বেলজিয়ান মিডফিল্ডার মারোয়ান ফেলাইনি। ফলে পেনাল্টি পায় সফরকারীরা। আর সেই সুযোগটা কাজে লাগতে ভুল করেননি পল পগবা। কিন্তু ম্যানইউর হার ঠেকাতে ফ্রেঞ্চ তারকার এই গোলটাও যথেষ্ট ছিল না। ফলে ব্রাইটনের মাঠে টানা তৃতীয় ম্যাচে হারতে হলো প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ইউনাইটেডের।
×