ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্বপ্নের ঠিকানায় কুর্তোয়া

প্রকাশিত: ০৭:১৭, ১০ আগস্ট ২০১৮

স্বপ্নের ঠিকানায় কুর্তোয়া

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা-কল্পনার অবসান। ছয় বছরের চুক্তিতে চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন থিবাউ কুর্তোয়া। কী পরিমাণ অর্থের বিনিময়ে বেলজিয়ামের এই গোলরক্ষককে দলে ভিড়িয়েছে রিয়াল? আনুষ্ঠানিকভাবে তা এখনও নিশ্চিত করেনি স্পেনের জায়ান্ট ক্লাবটি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, ৩৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে চেলসির কাছ থেকে কুর্তোয়াকে কিনে এনেছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে ক্রোয়েশিয়ান ফুটবলার মাতেও কোভাচিচকে এক বছরের জন্য ধারে লন্ডনের ক্লাবটিতে খেলার সুযোগ দিয়েছে ইউরোপ সেরার মুকুটপরা রিয়াল। কে হবেন রিয়াল মাদ্রিদের ভবিষ্যতের এক নম্বর গোলরক্ষক? ডেভিড ডি গিয়া থেকে শুরু করে এ্যালিসন বেকার কিংবা কেপা আরিজাবালাগা? গুঞ্জনে শুনা যায় এরকম আরও অসংখ্য নাম। তবে শেষ পর্যন্ত থিবাউ কুর্তোয়াকেই বেছে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার ইংলিশ প্রিমিয়ার লীগের সাবেক চ্যাম্পিয়ন চেলসি নিশ্চিত করেছে যে, ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে কুর্তোয়াকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করেছে তারা। সেই সঙ্গে চুক্তি অনুযায়ী রিয়াল থেকে ধারে মাতেও কোভাচিচ চেলসিতে খেলবেন এক বছর। ২০১১ সালে চেলসিতে যোগ দিয়েছিলেন কুর্তোয়া। কিন্তু প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাবটি তাকে ধারে খেলার জন্য পাঠিয়ে দেন এ্যাটলেটিকো মাদ্রিদে। এরপর ২০১৪ সালে কুর্তোয়াকে নিজেদের দলে টেনে নেয় চেলসি। এই সময়ের মধ্যেই নিজেকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন গোলরক্ষকে পরিণত করেন কুর্তোয়া। গত মাসে শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপেও দেখা গেছে কুর্তোয়ার ঝলক। তার অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে খেলে বেলজিয়াম। কিন্তু দুর্ভাগ্য তাদের। শেষ চারে ফ্রান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তারা। তবে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে দল বিদায় নিলেও বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কারটা ঠিকই নিজের শোকেসে তুলেন কুর্তোয়া। সেই বিশ্বকাপের পর থেকেই চেলসির বেলজিয়ামের এই গোলরক্ষকের ওপর নজর পড়ে রিয়ালের। তা উপলব্ধি করতে পারেন কুর্তোয়াও। বেলজিয়ামের এই তারকা গোলরক্ষকও স্ট্যামফোর্ডব্রিজ ছেড়ে মাদ্রিদে যেতে আগ্রহী হয়ে ওঠেন। তার পেছনের কারণটা পারিবারিক। তার পরিবার যে থাকে স্পেনের রাজধানীতে। যে কারণেই চেলসির সঙ্গে আরও এক বছরের চুক্তি থাকলেও দুই সন্তানের কাছে যেতেই ইংলিশ প্রিমিয়ার লীগ ছাড়ার আগ্রহ প্রকাশ করেন কুর্তোয়া। শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল তার স্বপ্ন। বৃহস্পতিবার বুকভরা স্বপ্ন নিয়েই সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখেন তিনি। এ সময় তার সন্তান এবং পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। পরবর্তীতে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ভক্ত-অনুরাগীদের সামনে কুর্তোয়াকে উপস্থাপন করা হয়। চেলসির হয়ে ১৫৪ ম্যাচ খেলেছেন বেলজিয়ামের এই গোলরক্ষক। এই সময়ের মধ্যে দুটি প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন তিনি। আগামী ১৫ আগস্ট উয়েফা সুপার কাপে এ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামতে তাই কুর্তোয়াকে হয়তো খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। এদিকে দলবদলের এই সময়ে আলোচনার তুঙ্গে রয়েছেন লুকা মডরিচও। রিয়াল মাদ্রিদের এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারকে দলে ভেড়াতে মরিয়া ইতালিয়ান সিরি’এ লীগের অন্যতম সেরা ক্লাব ইন্টার মিলান। তবে এই গুঞ্জনের মধ্যেও বুধবার মাদ্রিদে ফিরেছেন বিশ্বকাপের গোল্ডেন বল জেতা মডরিচ। শুধু ক্রোয়েশিয়ান তারকা একাই নন, ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন মার্সেলো, ভারানে, ক্যাসেমিরো এবং কোভাচিচও। রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে তা। সেখানে তারা জানান, মার্সেলো, ভারানে, ক্যাসেমিরো এবং কোভাচিচের সঙ্গে ক্রোয়েশিয়ান মিডফিল্ডারও যোগ দিয়েছে। এদিন ফিরেই জিকে এককভাবে অনুশীলন করেছে মডরিচ। এছাড়া বাকি চারজন অনুর্ধ দলের নয় খেলোয়াড়ের সঙ্গে অনুশীলন করেছে।
×