ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ছয় দেশ নিয়ে

প্রকাশিত: ০৭:১৬, ৩ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ছয় দেশ নিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার ফুটবলপাড়া খ্যাত মতিঝিলে ছিল সরগরম অবস্থা। কেননা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির জরুরী সভা ছিল। তাতে কয়েকটি ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার কথা। সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা ছিল বাফুফের সাধারণ সম্পাদক পদে আবু নাইম সোহাগের মেয়াদ নবায়ন করা নিয়ে। কেননা বাফুফের সহ-সভাপতি বাদল রায়ের সঙ্গে একটি ঝামেলা নিয়ে সম্প্রতি বেশ আলোচিত হয়েছিলেন তিনি। এছাড়া টেকনিক্যাল এ্যান্ড স্ট্র্যাটিজিক ডিরেক্টর পদে পল স্মলির চুক্তি একবছর বৃদ্ধি করা হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য একটা লোকাল অর্গানাইজিং কমিটি করা হয়েছে। এর চেয়ারম্যান করা হয়েছে আব্দুস সালাম মুর্শেদীকে, ডেপুটি কাজী নাবিল আহমেদ। এ বছরই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ। এতে অংশ নেবে ছয় দেশ। এ পর্যন্ত খেলার ব্যাপারে সম্মতি দিয়েছে আফগানিস্তান, ফিলিস্তিন এবং নেপাল। এই আসরের সর্বশেষ সংস্করণে দুটি দেশের প্রাইজমানি শোধ না করায় প্রচ- সমালোচিত হয়েছিল বাফুফে। তবে তারা বৃহস্পতিবার জানিয়েছে বাহরাইনের টাকা গত সপ্তাহে দেয়া হয়েছে। আর নেপালকে দেয়া হয়েছে অর্ধেক টাকা। বাকিটা শীঘ্রই পরিশোধ করা হবে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজক বাফুফে। তবে তারা এই আসরের আয়োজন স্বত্ব বিক্রি করেছে ‘কে-স্পোর্টস’-এর কাছে, ১ কোটি টাকায়। প্রতিষ্ঠানটি অল এক্সপেন্ডিচার বহন করার পাশাপাশি এডিশনাল ১ কোটি টাকা বাফুফেকে দেবে, যা খরচ হবে সব তারা বহন করবে, প্রাইজমানিসহ। চুক্তি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে। ১ থেকে ১৫ অক্টোবর এই টুর্নামেন্টটি করার একটি প্রাথমিক সময় নির্ধারণ করা হয়েছে। কোচ কামাল বাবুর ১ বছরের শাস্তি হয়েছিল এবং ২ লাখ টাকা জরিমানা। এর মধ্যে ৭ মাস অতিবাহিত হয়েছে এবং তিনি ১ লাখ টাকা দিয়ে দিয়েছেন। সার্বিক বিবেচনায় বাফুফে তাকে শাস্তির বাকি সময় মওকুফ করেছে। এর ফলে এখন থেকে যে কোন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন কামাল বাবু।
×