ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কয়লার দুর্নীতির প্রমাণ পেলেই ব্যবস্থা : নৌপরিবহন মন্ত্রী

প্রকাশিত: ০৩:১০, ২৮ জুলাই ২০১৮

কয়লার দুর্নীতির প্রমাণ পেলেই ব্যবস্থা  : নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বড়পুকুরিয়ায় কয়লা দুর্নীতিতে জড়িতরা যে দলেরই হোক-না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার, কেউ পার পাবে না। শনিবার বিকেলে মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় শাজাহান খান আরো বলেন, এই কয়লা দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রমাণ পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কয়লা জাতীয় সম্পদ, এই জাতীয় সম্পদ যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবে, কাউকেই ছাড় দেয়া হবেনা। আগামী ৩০ জুলাই তিন সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয় লাভ করবে উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন হবে। এ লক্ষ্যে সাধারণ ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে। দেশের মানুষ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের প্রশংসা করেছে। এ জন্য দেশের উন্নয়ন ও দেশের মানুষের নিরাপত্তায় জনগণ সন্তুষ্টি হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে।’ বিএনপি সন্ত্রাসী দল দাবী করে শাজাহান খান বলেন, ‘কানাডার আদালত বিএনপিকে ৩ বার সন্ত্রাসীদল হিসেবে রায় দিয়েছে এবং দেশের উচ্চ আদালত জামায়াত ইসলামকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। এতেই প্রমাণ হয় বিএনপি ও জামায়াত সন্ত্রাসী দল। এরা দেশের উন্নয়নের ধারাকে বিনষ্ট করতে চায়। এমনকি দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চায়।’ এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের মাদারীপুরের উপ-পরিচালক মো. রাসেল সাবরিন, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভিরসহ অন্যরা।
×