ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

হারানো রাজত্ব ফিরে পাবে জুভেন্টাস?

প্রকাশিত: ০৬:২৯, ২২ জুলাই ২০১৮

হারানো রাজত্ব ফিরে পাবে জুভেন্টাস?

জিএম মোস্তফা ॥ দীর্ঘ ২২ বছর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল জুভেন্টাস। এরপর আর কখনই ইউরোপ সেরার মুকুট পরতে পারেনি ইতালিয়ান সিরি’এ লীগের জায়ান্ট ক্লাবটি। ১৯৯৫-৯৬ মৌসুমের পর পাঁচবার ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ মর্যাদার এই টুর্নামেন্টের ফাইনাল খেলে তুরিনের ওল্ড লেডিরা। কিন্তু সবসময়ই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়েছে তাদের। সর্বশেষ চার মৌসুমেও দুইবার ফাইনাল খেলে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। ২০১৪-১৫ মৌসুমে বার্সিলোনার কাছে হেরে যায় তারা। এরপর ২০১৬-১৭ মৌসুমে বার্সিলোনারই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবে জুভেন্টাস। তাহলে মনে হয় আর ইউরোপের শ্রেষ্ঠত্ব ফিরে পাবে না ইতালিয়ান সিরি’এ লীগে গত কয়েক বছর ধরেই এককভাবে রাজত্ব করা জুভেন্টাস। এমনটা যারা ভেবেছিলেন তাদের জন্যই সুসংবাদ নিয়ে এসেছে ইতালিয়ান জায়ান্টরা। ইউরোপ সেরার মুকুট পরতে মরিয়া তারা। যে কারণেই চ্যাম্পিয়ন্স লীগের ‘রাজা’ রোনাল্ডোকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে জুভেন্টাসে যোগ দেয়ার পর সি আর সেভেনও পরিষ্কার করেছেন তার রিয়াল মাদ্রিদ ছাড়ার কারণ। তুরিনের ক্লাবটিতে যোগ দেয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই রোনাল্ডো বলেন, ‘জুভেন্টাসের সভাপতি আমাকে বলেছেন, এটা আসলে বলপ্রয়োগে বাধ্য করার মতো কোন বিষয় নয়। আমিও ঠিক তাই মনে করি। সত্যি বলতে চ্যাম্পিয়ন্স লীগ জেতাটা আমার কাছে স্বপ্নের মতো। আমি জুভেন্টাসে আসার মূল লক্ষ্যই হলো তাদের এটা জেতাতে সহযোগিতা করা। আমি মনে করি তা সম্ভব।’ ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মাধ্যমে বিশ্ব ফুটবলের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন রোনাল্ডো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদ ঘুরে এবার নতুন করে ঠিকানা গড়েছেন জুভেন্টাসে। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে ইতালিয়ান সিরি’এ লীগে যোগ দেন সি আর সেভেন। এই সময়ের মধ্যেই নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। বর্তমান বিশ্ব-ফুটবলের অন্যতম সেরা তারকা রোনাল্ডোর ক্লাব ছাড়ার সিদ্ধান্তে খুশি হয়েছেন নেইমার। সি আর সেভেনের এই সিদ্ধান্তকে প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সেই সঙ্গে ইতিহাসের দামী ফুটবলার নেইমারেরও বিশ্বাস শুধু জুভেন্টাস নয় বরং ইতালিয়ান ফুটবল তার হারানো গৌরব ফিরে পাবে। ইতিহাসের দামী ফুটবলার নেইমার মনে করেন সিরি’এ লীগকেই বদলে দেবেন রোনাল্ডো। শুক্রবার সাও পাওলোর এক অনুষ্ঠানে নেইমার বলেন, ‘জুভেন্টাসের জন্য রোনাল্ডোর ত্যাগ ইতালিয়ান ফুটবলকেই বদলে দেবে। আবারও সেই ইতালিয়ান ফুটবলকেই দেখা যাবে, শৈশবে যেমন দেখতাম।’ নেইমার এ সময় আরও বলেন, ‘ক্রিস্টিয়ানো অসাধারণ মাপের খেলোয়াড়। ফুটবলের কিংবদন্তি, সত্যিকারের মেধাবী। আমাদের উচিত তাকে সম্মান করা। রোনাল্ডোর সিদ্ধান্তে আমি খুব খুশি। আমি মনে করি, তারজন্য এমন সিদ্ধান্ত নেয়াটা মোটেও সহজ ছিল না। তারজন্য শুভ কামনা, তবে অবশ্যই পিএসজির বিপক্ষে ম্যাচের জন্য নয়।’ গত বছরের আগস্ট মাসে বার্সিলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ন্যুক্যাম্প ছেড়ে প্যারিসে ঠিকানা গড়েন এই ব্রাজিলিয়ান। এরপর থেকেই নেইমারের রিয়ালে যাওয়ার গুঞ্জন। তবে বার্সিলোনার সাবেক এই ফরোয়ার্ড বার্নাব্যু যাওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। বরং প্যারিসেই থাকার কথা গণমাধ্যমকে সাফ জানিয়ে দেন তিনি। এদিকে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে যোগদানের পর থেকেই যেন পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছেন রোনাল্ডো। তুরিনের হয়ে এখনও মাঠে নামেননি। তার আগেই সব আলো কেড়ে নিয়েছেন তিনি। তার নাম ও নম্বর সংবলিত জার্সি প্রকাশ করতেই প্রথমদিনে ৫ লাখ জার্সি বিক্রি করে জুভেন্টাস। এবার ঘরের মাঠের টিকেট ছাড়ার মাত্র ২ ঘণ্টার মধ্যেই সব শেষ! ঘরের মাঠে জুভেন্টাসের পুরো মৌসুমের ম্যাচের জন্য টিকেট ছেড়েছিল ইতালিয়ান ক্লাবটি। কিন্তু ঘণ্টা দুয়েকের মধ্যেই সব শেষ হয়ে যায়। টিকেটের দাম বাড়ানোর পরও চাহিদার কমতি ছিল না। এক বিবৃতিতে জুভেন্টাস বলেছে, ‘এবার পুরো মৌসুমের টিকেট আলাদা করে আর ছাড়া হবে না। এ মৌসুমের টিকেটের চাহিদা অনেক বেশি। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ৩০০ টিকেট বিক্রির। সেটা এরই মধ্যে অর্জিত হয়ে গেছে।’
×