ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কোন অজুহাত দেখাননি তামিম

প্রকাশিত: ০৭:০৩, ১১ জুলাই ২০১৮

কোন অজুহাত দেখাননি তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লজ্জা মিলেছে। লজ্জার হার মিলেছে। সেই হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোন অযুহাত দাঁড় করাননি বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। কোন অযুহাতও দেখাননি। বৃহস্পতিবার জ্যামাইকার কিংসটনের সাবিনা পার্কে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এরই মধ্যে প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই দ্বিতীয় টেস্টে খেলতে নামবে। হারলেই হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। এই ম্যাচটির আগে প্রথম টেস্ট নিয়েই কাটাছেঁড়া এখনও চলছে। প্রথম টেস্টের যে ব্যর্থতা তা দ্রুতই ভুলে দ্বিতীয় টেস্টে ফিরে আসতে পারবে বাংলাদেশ? প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩ ও দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে অলআউট হয়ে যাওয়া বাংলাদেশ দল কী ঘুরে দাঁড়াতে পারবে? সেই প্রশ্নই সবখানে। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে জ্যামাইকাতে অনুশীলন চলছে বাংলাদেশ দলের। অনুশীলন শেষে তামিম বলেছেন, ‘সবার মতো আমরাও বিস্মিত। আমরা জানি যে গত ম্যাচে আমরা যেমন খেলেছি তারচেয়ে ভাল দল আমরা। যেভাবে খেলেছি তা সত্যিই গ্রহণযোগ্য নয়।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা কোন অযুহাত দাঁড় করানোর চেষ্টা করছি না। এমন ভরাডুবির জন্য আমাদের ভুলগুলো দায়ী ছিল। আশা করব আগামী টেস্ট ম্যাচে এরচেয়ে ভাল পারফর্মেন্স করার।’ আজকের দিনটি শেষ হতেই পরের দ্বিতীয় টেস্ট শুরু। প্রথম টেস্টের বাজে অভিজ্ঞতা ভুলে যেতে চান তামিম। তাইতো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই নিজেদের মেলে ধরার প্রত্যয় তামিমের কণ্ঠে, ‘আমার ও আমাদের দলের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের ওপর বিশ্বাস রাখা। আমাদের বিশ্বাস করতে হবে যে কঠিন পরিস্থিতিতেও আমরা ভাল করতে পারি।’ সঙ্গে যোগ করেন, ‘জ্যামাইকাতে ১২ জুলাই থেকে আমাদের দ্বিতীয় টেস্ট শুরু। দলে যে-ই সুযোগ পাই না কেন, আশাকরি সবাই চেষ্টা করবে বড় কিছু করতে। আমরা দল হিসেবে আপনাদের একটা ভাল টেস্ট ম্যাচ উপহার দেয়ার চেষ্টা করব।’ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও এক ’শর নিচে অলআউট হতে পারতো বাংলাদেশ। তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান লেট অর্ডার ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি জুটি গড়েছেন। লড়াই করেছেন বুক চিতিয়ে। তাতে বাংলাদেশের স্কোর ১৪৪ রানে গড়ায়। নুরুল হাসান নিজে খেলেছেন ৬৩ রানের সাহসী এক ইনিংস। সোহানের প্রশংসা করে তামিম বলেছেন, ‘প্রথম টেস্টে সোহান যেভাবে ব্যাট করেছে এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সহায়তা পেয়েছে, তাতে এটা প্রমাণ হয় যে, আমরা যদি উইকেটে টিকে থাকতে পারি, তাহলে ভাল স্কোর করা সম্ভব।’ সোহানের কাছ থেকে শিক্ষা নিয়ে এখন দ্বিতীয় টেস্টে দল ভাল করতে পারলেই হলো।
×