ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সাফ অনুর্ধ-১৫ ও অনুর্ধ-১৮ ফুটবলের গ্রুপিং ড্র

দুই আসরেই ‘বি’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৭:০৮, ৮ জুলাই ২০১৮

দুই আসরেই ‘বি’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ সাউথ এর্শিয়ান ফুটবল ফেডারেশন ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য সাফ অ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপ (ভুটানে অনুষ্ঠিতব্য) এবং সাফ অ-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের (ভেন্যু অনির্ধারিত) খেলা উপলক্ষে প্রতিযোগিতা দুটির অফিসিয়াল ‘ড্র’ অনুষ্ঠান শনিবার মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে ড্র পরিচালনা করেন সাউথ এর্শিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। উভয় আসরেই বাংলাদেশ দল পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে আছে নেপাল ও পাকিস্তান। গ্রুপ ‘এ’ তে আছে ভারত, ভুটান ও শ্রীলঙ্কা। ৯-১৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসরে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হলো : ৯ আগস্ট পাকিস্তান এবং ১৩ আগস্ট নেপালের বিরুদ্ধে। সাফ অ-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপে (২৮ সেপ্টেম্বর-৭ অক্টোবর) বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে আছে নেপাল, ভুটান ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে আছে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলো হলো : ২৯ সেপ্টেম্বর ভুটান, ১ অক্টোবর পাকিস্তান এবং ৩ অক্টোবর নেপালের বিরুদ্ধে।
×