ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনে মুগুরুজা- স্টোসারের জয়

প্রকাশিত: ০৬:৩৮, ১ জুন ২০১৮

ফ্রেঞ্চ ওপেনে মুগুরুজা- স্টোসারের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের তৃতীয়পর্বে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার, দারিয়া গ্যাব্রিলোভা এবং স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজা। ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন গারবিন মুগুরুজা। সেবার আমেরিকান টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে রোলাঁ গ্যাঁরোয় শিরোপা উঁচিয়ে ধরেছিলেন তিনি। সেই মুগুরুজা এবার শিরোপা পুনরুদ্ধার করতে মরিয়া। সেই লক্ষ্যে শুরুটা অবশ্য দুর্দান্তভাবেই করেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই। বৃহস্পতিবার দ্বিতীয়পর্বের ম্যাচে ৬-৪ এবং ৬-৩ গেমে পরাজিত করেন ফ্রান্সের ফিওনা ফেরোকে। সেই সঙ্গে নতুন এক রেকর্ডও গড়েন তিনি। টানা পঞ্চমবারের মতো ফরাসী ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন এই স্প্যানিয়ার্ড। প্রিয় কোর্টে টানা পাঁচ জয়ের পর দারুণ রোমাঞ্চিত মুগুরুজা। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও ধরে রাখতে চান তিনি। তবে তৃতীয় রাউন্ডেই অগ্নিপরীক্ষা গারবিন মুগুরুজার। কেননা তার সামনে যে বাধা এখন সামান্থা স্টোসার। বুধবার দ্বিতীয় রাউন্ডের অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার এই টেনিস তারকা কঠিন লড়াইয়ের পর পরাজিত করেন রামিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। সামান্থা স্টোসার এদিন ৬-২ এবং ৭-৬ (৭/১) গেমে হারান রুশ তারকা পাভলিউচেঙ্কোভাকে। কয়েক বছর আগেও টেনিস কোর্টে আলো ছড়িয়েছেন স্টোসার। ২০১০ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে সেই ধারা এখন আর নেই তার। তবে ফরাসী ওপেনে দুর্দ- প্রতাপেই শুরু করেছেন তিনি। প্রথম দুই ম্যাচে টানা দুই জয়ে তৃতীয়পর্বের টিকেট নিশ্চিত করেন অস্ট্রেলিয়ান তারকা। এছাড়াও বৃহস্পতিবার দারুণ জয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের ২৪তম বাছাই দারিয়া গ্র্যাভ্রিলোভা। এদিন তিনি কঠিন লড়াইয়ের পর ৫-৭, ৭-৫ এবং ৬-৩ গেমে হারান মার্কিন যুক্তরাষ্ট্রের বার্নার্ডো পেরাকে। বেলজিয়ামের এলিস মার্টেন্স হেথার ওয়াটসনকে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকেট কাটেন। এদিন তিনি ৬-৩ এবং ৬-৪ গেমে হারান গ্রেট ব্রিটেনের হেথার ওয়াটসনকে। স্লোভাকিয়ার ১৯তম বাছাই মাগদালেনা রিবারিকোভা তার পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন। এদিন তিনি সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে ৬-২ এবং ৬-৪ গেমে হারান। এছাড়া এর আগেরদিন বুধবার দারুণ জয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠেছেন ক্যারোলিন ওজনিয়াকি। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ডেনমার্কের এই টেনিস তারকা। যার মাধ্যমেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। ফ্রেঞ্চ ওপেনেও ফেবারিট হিসেবে খেলতে নামেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। বুধবার ডেনিশ টেনিস তারকা ৬-১ এবং ৬-০ গেমে রীতিমতো উড়িয়েই দেন স্প্যানিশ বাছাই জর্জিনা গার্সিয়া পেরেজকে। প্রতিপক্ষকে হারাতে এদিন ওজনিয়াকি সময় নেন মাত্র ৫১ মিনিট। এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারলে ওজনিয়াকির সামনে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারেরও সুযোগ। ফ্রেঞ্চ ওপেনে এবার খেলছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভাও। সেক্ষেত্রে এবার শিরোপার লড়াইটা যে বেশ হাড্ডাহাড্ডিই হবে তা অনুমিতই। অন্তঃসত্ত্বার কারণে দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা। গত বছরের সেপ্টেম্বরে প্রথম কন্যা সন্তান জন্মের পর এটাই সেরেনার প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে অংশগ্রহণ। অন্যদিকে ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর এবার প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনে খেলছেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা। এছাড়াও এই টুর্নামেন্টে ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ইউক্রেনের এলিনা সিতলিনা, চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার মতো তারকার।
×