ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমসে অংশগ্রহণ অনিশ্চিত ব্যাডমিন্টনের

প্রকাশিত: ০৭:১৬, ২২ মে ২০১৮

এশিয়ান গেমসে অংশগ্রহণ অনিশ্চিত ব্যাডমিন্টনের

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী আগস্টে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তায় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। অন্যান্য ইভেন্টে প্রস্তুতি নেয়া শুরু করলেও ব্যাডমিন্টনে লাগেনি তার ছোঁয়া। এজন্য র‌্যাংকিংয়ে শাটলারদের পিছিয়ে থাকাকেই দায়ী করেছেন ফেডারেশনের কর্মকর্তারা। অলিম্পিক এ্যাসোসিয়েশন চাইলে এখনও অংশগ্রহণ করার সুযোগ আছে ব্যাডমিন্টন দলের। এনায়েত উল্লাহ (কার্যকরী সদস্য, ব্যাডমিন্টন ফেডারেশন) বলেন, আমাদের প্লেয়াররা র‌্যাংকিংয়ে পেছনে, ইন্টারন্যাশনাল খেলার জন্য প্র্যাকটিস দরকার। তারা প্র্যাকটিসে নেই, তা নয়। অনিশ্চিত হওয়ায় ঝুলে আছে খেলোয়াড়দের বিষয়টি। কয়জন যাবেন কিংবা কিভাবে যাওয়া হবে! আদৌ যাওয়া হবে কিনা! গেলে অনুশীলন-প্রস্তুতির বিষয় আছে! সব মিলিয়ে ব্যাডমিন্টনে ঘোর অন্ধকার। র‌্যাংকিংয়ে শাটলারদের পিছিয়ে থাকাই নাকি এমন অনিশ্চয়তার কারণ।
×