ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কী কারণে হঠাৎ লাল-কমলা রং ধারণ করলো আকাশ? 

প্রকাশিত: ১৩:০৫, ২৫ এপ্রিল ২০২৪

কী কারণে হঠাৎ লাল-কমলা রং ধারণ করলো আকাশ? 

ধূলিঝড়ের কারণে লিবিয়ার আকাশে লাল ও গ্রিসে কমলা রং ধারণ করেছে। 

আকাশ ধারণ করেছে রক্তিম বর্ণ। প্রথম দেখায় মনে হতে পারে, এটি পৃথিবীর নয়, মঙ্গল গ্রহের দৃশ্য। চারপাশ ছেয়ে আছে লাল ধূলোয়। ধূলিঝড়ের কারণে লিবিয়ার আকাশে লাল ও গ্রিসে কমলা রং ধারণ করেছে। 

গত মঙ্গলবার (২৩ এপ্রিল) ঠিক এমনই দৃশ্য দেখা গেছে লিবিয়ায়। 

একই দিন গ্রিসেও তৈরি হয়েছিল অদ্ভূত পরিবেশের। দেখতে দেখতেই দেশটির রাজধানী এথেন্সের আকাশ ছেয়ে গিয়েছিল কমলা রঙে।

আরও পড়ুন : যে কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুরস্কের

মূলত, ভূমধ্যসাগর পেরিয়ে আসা সাহারা মরুভূমির ধূলোয় ঢাকা পড়ে এই অবস্থা হয়েছিল গ্রিসের।

স্কাই নিউজের খবর অনুসারে, শক্তিশালী দক্ষিণী বাতাস উত্তর আফ্রিকা থেকে ধূলোর মেঘ বয়ে ইউরোপে নিয়ে যায়। এর ফলে গত মঙ্গলবার গ্রিসের রাজধানীসহ বিভিন্ন এলাকার আকাশ কমলা বর্ণ ধারণ করে।

স্থানীয় একজন আবহাওয়া গবেষক বলেছেন, এটি ২০১৮ সালের পর এ অঞ্চলে হওয়া সবচেয়ে ভয়াবহ ধূলিঝড়।

দ্য লিবিয়া অবজারভারের তথ্যমতে, মঙ্গলবার ধূলিঝড়ের সঙ্গে ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে বাতাস বইছিল।

স্যাটেলাইটে লিবিয়ার উত্তর উপকূলের বিস্তীর্ণ অংশ ধূলোর মেঘে ঢাকা থাকতে দেখা যায়, যা দক্ষিণ দিকে মরুভূমি এবং উত্তরে ভূমধ্যসাগরের ওপর প্রসারিত হয়েছে।

লিবিয়া ও গ্রিসের এই ধূলিঝড় এবং লাল-কমলা আকাশের দৃশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন অনেকে। 

সূত্র: স্কাই নিউজ, আকুওয়েদার

তাসমিম

×