ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে

প্রকাশিত: ০৭:১৮, ১৮ মে ২০১৮

জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে অনেক বিলম্বের পর কাক্সিক্ষত কোচের সন্ধান পেয়েছে বাফুফে ন্যাশনাল টিমস কমিটি। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে ৩৮ বছর বয়সী ব্রিটিশ নাগরিক জেমি ডে (প্রকৃত নাম জেমস ডে) দায়িত্ব প্রদান করা হচ্ছে। এ উপলক্ষে নতুন কোচকে পরিচিত করার জন্য আগামী শনিবার দুপুর সাড়ে ১২টায় বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাফুফে। ইংল্যান্ডের মাইকেল ওয়েন এবং ওয়েস ব্রাউনের মতো জ্যামি ডেও লিলেশাল ন্যাশনাল স্পোর্টস সেন্টার একাডেমি থেকে ফুটবল প্রশিক্ষণ নিয়েছেন ১৯৭৯ সালের ১৩ সেপ্টেম্বর লন্ডনের বেক্সেলেতে জন্ম নেয়া ডে। ডে কখনও জাতীয় দলে না খেললেও খেলেছেন জাতীয় অ-১৬, ১৭ ও ১৮ দলে। চোটের কারণে শেষ হয়ে যায় ৫ ফুট ৮ ইঞ্চির অধিকারী ও মিডফিল্ডার পজিশনে খেলা ডে’র ২০ বছরের খেলোয়াড়ী অধ্যায়। ১৯৯৭-২০১৭ পর্যন্ত খেলেছেন আর্সেনাল, বোর্নমাউথ, ডোভার এ্যাথলেটিক, ক্রাউলি, উইলিং ইউনাইটেড, গ্রেস এ্যাথলেটিক, ইস্টবার্ন, হ্যাভেন্ট এ্যান্ড ওয়াটারলুভি, ডার্টফোর্ড, এবসফ্লেড ইউনাইটেড এবং ক্রে ভ্যালি পেপার মিলসে। ক্লাব ক্যারিয়ারে গোলসংখ্যা ২৪। আর্সেনালে খেলেছেন আর্সেন ওয়েঙ্গারের অধীনে। ক্লাবটির যুব দলেও খেলেছেন। মজার ব্যাপারÑ ২০০৯ সালে খেলোয়াড় থাকার সময়ই কোচিং পেশায় জড়িয়ে পড়েন উয়েফা ‘এ’ লাইসেন্সধারী ডে। সর্বশেষ ছিলেন ব্যারোর সহকারী কোচ। এছাড়া কাজ করেছেন উইলিং, এবসফ্লেড, ফরেস্ট গ্রিন রোভার্স, ব্রেইনট্রি টাউন এবং গিলিংহ্যামে। কোচ হিসেবে জিতেছেন উইলিংয়ের হয়ে ২০১৩ সালে কনফারেন্স সাউথ কাপ। ঘোষণা দিয়ে তা যথাসময়ে বাস্তবায়ন না করাটা একেবারে মজ্জাগত অভ্যাস বানিয়ে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এর প্রধান কাজী নাবিল আহমেদ (বাফুফের সহ-সভাপতি) বিষয়টিকে বানিয়ে ফেলেছেন হাস্যকর। প্রক্রিয়াটিকে করে ফেলেছেন দীর্ঘসূত্রতাময়। ফিফা র‌্যাঙ্কিংয়ে জাতীয় দলের অবস্থান যেখানে ডাবল সেঞ্চুরির (১৯৭) কাছাকাছি, যেখানে আগামী সেপ্টেম্বরে জাতীয় দল ঘরের মাঠে অংশ নেবে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে’, যেখানে বাকি ছয় দেশ কোচ নিয়ে জোরেশোরে প্রস্তুতি শুরু করেছে, সেখানে বাংলাদেশের এখনও কোন কোচই নেই। গত এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন এ্যান্ড্রু অর্ড। তখন একটি সংবাদ সম্মেলনে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছিলেন, ‘আগামী ১০ এপ্রিল ন্যাশনাল টিমস কমিটির মিটিং হবে। জাতীয় দলের কোচ বিষয়ে সেখানে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’ কিন্তু ১০ এপ্রিল দূরে থাক, ১০ মে’তেও সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যাহোক এখন সবকিছু ঠিক থাকলে আগামী জুনের শুরুতেই জেমি কাজ শুরু করবেন বলে আশাবাদী বাফুফে।
×