ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মাশরাফিদের সঙ্গেও দেখা হলো গ্রিনিজের

প্রকাশিত: ০৬:২৭, ১৭ মে ২০১৮

মাশরাফিদের সঙ্গেও দেখা হলো গ্রিনিজের

স্পোর্টস রিপোর্টার ॥ এখন বাংলাদেশ দলের ইতিহাস সাফল্যে ভরা। সেই সাফল্যের কারিগরদের মধ্যে অন্যতম হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজ। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর থেকেই যে বাংলাদেশ ক্রিকেটের বাকবদল শুরু। তিনি এখন বাংলাদেশে আছেন। কয়েকদিন ধরেই আছেন। তিনি বাংলাদেশে আছেন অথচ ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসবেন না। মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, তামিম ইকবালের সঙ্গে দেখা করবেন না। কথা বলবেন না। উপদেশ দেবেন না। তা কি হয়। পাঁচদিনের সফরে দেশ ছাড়ার আগে বুধবার মিরপুর স্টেডিয়ামে এসে তাই মাশরাফিদের সঙ্গে দেখা করলেন। কঠোর পরিশ্রম করার পরামর্শ দিলেন ওয়েস্ট ইন্ডিজের সেরা ওপেনারদের মধ্যে অন্যতম গ্রিনিজ। বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেন গর্ডন। স্টেডিয়ামে এলে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী, বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজসহ অন্যান্য কর্মকর্তা গর্ডনকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর বাংলাদেশ ক্রি?কেট বোর্ড ও স্টেডিয়াম ঘুরে দেখেন। স্টেডিয়াম ও বিসিবি পরিদর্শন শেষে প্রেসিডেন্ট বক্সে যান তিনি। এরপর আসেন বিসিবি একাডেমিতে। একাডেমির মাঠে তার জন্য অপেক্ষায় ছিলেন অনুশীলনরত ক্রিকেটাররা। মাঠে এলে তাকে বাংলাদেশ ক্রি?কেট দলের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানান মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর তার হাতে জাতীয় দলের ক্রি?কেটারদের অটোগ্রাফসহ টাইগারদের জার্সি তুলে দেন মাশরাফি বিন মর্তুজা। আর অটোগ্রাফ সংবলিত ক্যাপ তুলে দেন মুশফিকুর রহীম। শেষে ক্রিকেটারদের সঙ্গে ছবিও তোলেন। ১৯৯৭-৯৯ সালে যে ক্রিকেটাররা তার অধীনে খেলেছিলেন, তাদের সঙ্গে ছবি তোলেন সোমবার। এদিন নগরীর একটি হোটেলে একটি আয়োজনও রাখা হয়েছিল। গর্ডন গ্রিনিজকে কেন্দ্র করেই সেই আয়োজন ছিল। আয়োজনে তার অধীনে খেলা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তখন তাদের সঙ্গে ছবি তোলা হয়। সেদিন মাশরাফি, মাহমুদুল্লাহরা সবাই উপস্থিত ছিলেন না।
×