ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কী আছে হার্টের ভাগ্যে?

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ মে ২০১৮

কী আছে হার্টের ভাগ্যে?

স্পোর্টস রিপোর্টার ॥ গত এক দশক ধরেই ম্যানচেস্টার সিটির গোল পোস্টের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন জো হার্ট। এই সময়ের মধ্যে সিটিজেনদের হয়ে তিন’শরও বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। ম্যানচেস্টার সিটির কোচ হয়ে পেপ গার্ডিওলার যোগদানের পর থেকেই বদলে যায় তার ভাগ্য। স্প্যানিশ কোচের সঙ্গে মনোমালিন্য তৈরি হয় তার। যে কারণেই শেষ পর্যন্ত ম্যানসিটি থেকে লোনে ইতালিয়ান ক্লাব তোরিনোতে যোগ দেন জো হার্ট। গত এক মৌসুম ইতালিয়ান ক্লাবটির হয়ে খেলার পর ৩১ বছর বয়সী জো হার্ট আবারও ফিরছেন প্রিমিয়ার লীগে। তবে এবার ওয়েস্টহ্যামে। ম্যানচেস্টার সিটির সঙ্গে হার্টের এখনও এক বছরের চুক্তির মেয়াদ রয়েছে। তাই তার ব্যাপারে ক্লাবটির ভবিষ্যত পরিকল্পনা কী হতে পারে? সংবাদ সম্মেলনে পেপ গার্ডিওলাকে এমন এক প্রশ্ন ছুড়ে দেয়া হয়। তবে হার্টের ওয়েস্টহ্যাম যাত্রার ব্যাপারে কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি সাবেক বার্সিলোনার এই সফল কোচ। বরং ক্লাব কর্তৃপক্ষের ওপরই দায় চাপিয়ে দিলেন তিনি। এ প্রসঙ্গে গার্ডিওলার সাফ জবাব, ‘সে এখানে ফিরে আসতেছে। আমি মনে করি তার কোচও (প্রতিনিধি) এ বিষয়টি নিয়ে ক্লাবের সঙ্গে কথা বলবে এবং এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে।’ বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে জানা যায় যে, জো হার্টকে কেনার ব্যাপারে আগ্রহী বিশ্বের আরও কয়েকটি নামী দামী ক্লাব। তাদের মধ্যে সেল্টিক অন্যতম। শুধু ক্লাবের কেন? ইংল্যান্ডের জাতীয় দলের ভাগ্যে কী আছে হার্টের? সেটাও জানা যাবে এই সপ্তাহে। কেননা, আগামী বুধবারই যে রাশিয়া বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে ইংল্যান্ড। আগামী জুনের মাঝামাঝি সময়েই শুরু হবে ২০১৮ বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপে এবার অন্যতম ফেবারিট ইংল্যান্ড। সাউথগেটের দলে এবার তরুণ প্রতিভাবান ফুটবলারের ছড়াছড়ি। রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বেও দুর্দান্ত খেলেছে ইংল্যান্ড। যে কারণেই ফেবারিটের তকমাটা গায়ে মেখেই এবার রাশিয়া সফর করবে থ্রি লায়ন্সরা। ইংল্যান্ড ছাড়াও রাশিয়া বিশ্বকাপে ফেবারিটের তকমাটা গায়ে মাখানো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ী স্পেন এমনকি আর্জেন্টিনা-ফ্রান্সের গায়েও। ২০১৬ সালে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে যোগ দেন পেপ গার্ডিওলা। এর আগে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা এবং জার্মান বুন্দেসলিগার দল বেয়ার্ন মিউনিখেও সাফল্যের সঙ্গে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগেও সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন গার্ডিওলা। প্রথম মৌসুমে সিটিজেনদের কোন শিরোপা উপহার দিতে না পারলেও দ্বিতীয় মৌসুমেই নিজের জাত চেনান তিনি। মৌসুমের শুরু থেকেই এবার দুর্দান্ত খেলে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জেতে তার দল।
×