ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ

প্রকাশিত: ০৬:৫৬, ১৩ মে ২০১৮

ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ শুরুর মাত্র ৩২ দিন বাকি। এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি দলের সেরা তারকা নেইমার। এর মধ্যেই নতুন দুঃসংবাদ পেলেন ব্রাজিলভক্তরা। রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়ছেন দানি আলভেজ। গত সপ্তাহে ফ্রেঞ্চ কাপের ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেইর এই ব্রাজিলিয়ান ফুটবলার। প্রথমদিকে তার চোট কতটা গুরুতর তা বুঝা যায়নি। শুক্রবার পরীক্ষার পর দেখা যায়, সেই দিনের ইনজুরিতে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তার। আর এই চোটের কারণে পুনর্বাসনের আগেই তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে পিএসজির এই ব্রাজিলিয়ান রাইট ব্যাককে। এর ফলে বিশ্বকাপে তিতে তাকে খেলানোর স্বপ্ন দেখলেও শুক্রবার তা ‘অসম্ভব’ বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। তাই ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলারকে ছাড়াই রাশিয়ার মিশন শুরু করতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এ প্রসঙ্গে ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানায়, ‘দানি আলভেজকে বিশ্বকাপে রাখার যত ধরনের সম্ভাবনা ছিল তারই সবই শেষ। তাকে দলে রাখাটা এখন অসম্ভব ব্যাপার।’ আগামী সোমবার রাশিয়া বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার কথা ব্রাজিলের। গণমাধ্যমের খবরের ভিত্তিতে জানা যায় যে, আলভেজকে ছাড়াই ২০১৮ বিশ্বকাপের মিশন শুরু করতে চলেছে সেলেসাওরা। ব্রাজিলের লেফটব্যাকে এই মুহূর্তে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ফুটবলার মার্সেলোকে। অভিজ্ঞ মার্সেলো ছাড়াও লেফটব্যাকে বেশ কয়েকজন নির্ভরশীল খেলোয়াড় রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু রাইটব্যাকে তিতের ভরসা ছিলেন শুধুই আলভেজ। এর ফলে আলভেজকে হারানোর ধাক্কায় নতুন করে ভাবতে হবে দলটির কোচ তিতেকে। ২০০৬ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল দানি আলভেজের। এরপর থেকেই সাফল্যের সঙ্গে সেলেসাওদের প্রতিনিধিত্ব করছেন তিনি। বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিলের হয়ে ১০৭ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন দানি আলভেজ। ধারণা করা হচ্ছিল আলভেজের এটাই শেষ বিশ্বকাপ। কিন্তু কপাল পুড়ল ব্রাজিলিয়ান তারকার। তার এমন ইনজুরির খবরে চরম হতাশা প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার পেলে। এ প্রসঙ্গে তিনটি বিশ্বকাপ জয়ী এই ফুটবলার এক টুইটারে তিনি লিখেছেন, ‘এটা শুনে আমি খুবই দুঃখিত। ফুটবলাররা ম্যাচ মিস করতে ঘৃণা করেন। কিন্তু বিশ্বকাপ মিস করাটা আরও বাজে অভিজ্ঞতা।’ সুদীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ক্লাব ফুটবলেও আলো ছড়িয়েছেন আলভেজ। প্যারিস জায়ান্ট পিএসজির আগে ইতালিয়ান সিরি’এ লীগ এবং স্প্যানিশ লা লিগার দল বার্সিলোনাতেও খেলেছেন তিনি। গত সপ্তাহে পিএসজির হয়ে ক্যারিয়ারের ৩৮তম ট্রফি জিতেছেন আলভেজ। তখনও জানতেন না যে তার ভাগ্যে নেই ২০১৮ বিশ্বকাপ। এমন সময়ে দুঃখ প্রকাশ করেছেন পিএসজির বর্তমান কোচ উনাই এমেরিও। তিনি তার ভাগ্য তুলে দিয়েছেন ডাক্তারের হাতে। এ প্রসঙ্গে চলতি মৌসুমের শেষেই পিএসজিকে বিদায় বলে দেয়া উনাই এমেরি বলেন, ‘দানি আলভেজের জন্য যা ভাল তাই করবে ডাক্তার। তারজন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে।’ ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে আগামী ১৪ জুন রাশিয়া বিশ্বকাপের মিশন শুরু করবে তিতের দল।
×