ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহী বিভাগে নির্বাচিত পাঁচ জয়িতাকে সংবর্ধনা

প্রকাশিত: ০৫:২৪, ১৩ মে ২০১৮

রাজশাহী বিভাগে নির্বাচিত পাঁচ  জয়িতাকে  সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার দুপুরে নগরীর সরকারী কমিউনিটি সেন্টারে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই পাঁচ নারীর হাতে ক্রেস্ট, সম্মাননা ও সনদপত্র তুলে দেন। এ বছর রাজশাহী বিভাগ থেকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন নাটোর সদর উপজেলার চাঁদপুর পূর্বপাড়া গ্রামের রুবিনা খাতুন। আর নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা নারী হিসেবে জয়িতা নির্বাচিত হয়েছেন একই উপজেলার কামারদিয়াড় গ্রামের রুবিয়া বেগম। এছাড়া চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাল্লাপাড়া গ্রামের অনামিকা ঠাকুর, সফল জননী হিসেবে রাজশাহী নগরীর নামোভদ্রা মহল্লার আনোয়ারা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নগরীর কাজলা এলাকার কল্পনা রায় ভৌমিক জয়িতা নির্বাচিত হয়েছেন।
×