ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনার কবলে তাসকিন

প্রকাশিত: ০৪:৩২, ৩০ এপ্রিল ২০১৮

দুর্ঘটনার কবলে তাসকিন

স্পোর্টস রিপোর্টার ॥ যখন খারাপ সময় যায় তখন সেই সময় নাকি আরও কঠিন করে ঘিরে ধরে। বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের বেলাতে যেন তাই ঘটছে। দুর্ঘটনার কবলে পড়েছিলেন তাসকিন। রিকশা করে একটি জায়গায় যাওয়ার সময় প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা মারে। তাতে সামান্য আঘাতও পান তাসকিন। বিষয়টি তাসকিন নিজেই ফেসবুকে জানিয়েছেন। বলেছেন, ‘আমি এবং জনি আহমেদ (বন্ধু) রিকশা করে যাচ্ছিলাম। হঠাৎ একটি প্রাইভেটকার এসে পিছন থেকে রিকশায় মেরে দিল। জনিও পড়লো। তার ওপরে আমি পড়লাম। ওর ওপরে পড়ায় বেশি ব্যথা পাইনি। কয়দিন ধরেই হাল্কা-পাতলা ব্যথা পাওয়ার উপরেই আছি। সবগুলোকেই ফাঁড়া হিসেবে ধরলাম। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ভাল সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছ এটা আমার বিশ্বাস।’ সময়টা খুব খারাপ যাচ্ছে তাসকিনের। সেই সময় যেন আরও কঠিন হয়েই চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মে নেই। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে তাই বাদ পড়েছেন। ইনজুরি নিয়ে চলছেন। এরমধ্যেই আবার এ ঘটনা ঘটল। তাসকিন আশাবাদী সব সমস্যা দ্রুতই শেষ হয়ে যাবে। চুক্তি থেকে বাদ পড়ার পর তাসকিন বলেছিলেন, ‘আসলে যা হয়ে গেছে যা চলে গেছে চলে গেছে। ওইটা নিয়া আসলে ভাইবা লাভ নাই। কি কি ভুল ছিল, কি কি শোধরানো যাইত, ওইগুলা নিয়ে চিন্তা করতেছি।’ সঙ্গে যোগ করেন, ‘সিনিয়রদের সঙ্গে কথা বলছি। সবমিলিয় চিন্তা করলাম ফিটনেস আরও বাড়াতে হবে। নিজেকে আরও ফিট করতে হবে। যেহেতু আমার একটা ইনজুরি আছে। আমি যদি শতভাগ ফিট থাকি তাহলে এই জিনিসগুলায় কাজ করতে পারব। সামনে যে ক্যাম্পগুলা আছে তার আগেই নিজেকে ঠিক করে ক্যাম্পে ঢুকতে চাই।’ তাসকিন এখন মনোযোগ দিচ্ছেন ফিটনেসের ওপর। ফিট থাকলে যে আবারও ‘হিট’ হওয়া সম্ভব। আর ‘হিট’ হলেই খারাপ সময় কেটে যাবে। একবার খারাপ সময় কেটে গেলে ভাল সময় আসবে। তখন আবার সব হারানোর জ্বালা মিটতে পারে। মিলতে পারে আবারও হারানো আসন। আর তাই দুর্ঘটনাকে ফাঁড়া হিসেবেই দেখছেন তাসকিন। আত্মবিশ্বাসী সামনে ভালভাবে ফিরে আসারও। ভাল সময়ের অপেক্ষাতেই আছেন তাসকিন। আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের সময় খারাপ যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ টেস্টে ৭ উইকেট। আকর্ষণ কুড়াতে পারেননি। ওয়ানডেতে ৩২ ম্যাচে ৪৫ উইকেট শিকার করেছেন। কিন্তু সর্বশেষ ১০ ওয়ানডেতে ১২ উইকেটের বেশি নিতে পারেননি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে করুণ দশা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় তিন ওয়ানডেতে ২ উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২ ম্যাচ খেলে ২ উইকেট। খুবই বাজে অবস্থা। টি২০তে অবস্থা আরও বেহাল। এ পেসার ১৯ টি২০ খেলে ১২ উইকেট নিয়েছেন। এরমধ্যে সর্বশেষ ১০ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। এমন অবস্থায় চুক্তি থেকেই বাদ পড়েছেন। এ খারাপ অবস্থাতেই আবার দুর্ঘটনার কবলে পড়েছেন তাসকিন।
×