ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল

কিরগিজদের হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৫, ২৬ এপ্রিল ২০১৮

কিরগিজদের হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো একেক সময় হেলে পড়ছে একেক দলের পক্ষে। কে জিতবে, কে হারবেÑ কিছুই বলা যাচ্ছে না। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ বোধকরি কোনদিনও দেখেনি মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের অগুণিত দর্শক। আর এমন ম্যাচটিই শেষ পর্যন্ত দুর্দান্তভাবে জিতে গেল লাল-সবুজবাহিনী অর্থাৎ বাংলাদেশ জাতীয় ভলিবল দল। বুধবার তারা চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ সেটে হারায় কিরগিজস্তানকে। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের স্বপ্নের ফাইনালে নাম লেখালো স্বাগতিকরা। মজার ব্যাপারÑ ২০১৬ সালে একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালেও এই কিরগিজদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ। সেবার যেমন তাদের হারিয়ে শিরোপা জিতেছিল, এবার তাদেরই হারিয়ে ফাইনালে উঠলো তারা। ফলে কিরগিজরা বাংলাদেশেকে হারিয়ে বদলা নিতে ব্যর্থ হলো। এদিকে ফাইনালে উঠেছে তুর্কমেনিস্তানও। একই ভেন্যুতে একইদিনে অনুষ্ঠিত প্রথম সেমির লড়াইয়ে তারা নেপালকে সহজেই ৩-০ সেটে (২৫-১৪, ২৫-১৮, ২৫-১৯ পয়েন্ট) হারায়। আগামী শুক্রবার বেলা ৩টায় ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ দল মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। এছাড়া তৃতীয়/চতুর্থ স্থান নির্ধরাণী ম্যাচ হবে সকালে। এতে নেপাল মুখোমুখি হবে কিরগিজস্তানের। আর আজ বৃহস্পতিবার পঞ্চম/ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে উজবেকিস্তান ও মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। বুধবার দ্বিতীয় সেমিতে খেলার প্রথম সেটে বাংলাদেশ ১৫-২৫ পয়েন্টে হেরে যায় কিরগিজস্তানের কাছে। দ্বিতীয় সেটে দারুণ খেলে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জয় তুলে নেয় ২৫-২০ পয়েন্টে। এরপর তৃতীয় সেটেও জয় তুলে নেয় স্বাগতিক দলের খেলোয়াড়রা, ২৫-১৯ পয়েন্টে। তবে বাজে খেলে হেরে বসে চতুর্থ সেটে। বাংলাদেশকে পাত্তা না দিয়ে ১৩-২৫ পয়েন্টে সহজ জয় তুলে নেয় কিরগিজস্তান। সমতা আনে ২-২ সেটে। নিয়ম অনুযায়ী খেলা পঞ্চম সেটে গড়ালে ২৫-এর পরিবর্তে ১৫ পয়েন্টে গেম হবে। চূড়ান্ত ফলাফল নিষ্পপ্তির ‘মহা টেনশনের’ শেষ সেটে লড়াই হয় সমানে সমানে, হাড্ডাহাড্ডি। কিন্তু বাজিমাত করে আলীপোর আরোজির শিষ্যরাই। অসাধারণে খেলে ১৫-১৩ পয়েন্টের অবিস্মরণীয় জয় তুুলে নিয়ে স্বপ্নের ফাইনালে নাম লেখায়। খেলা শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়রা আবেগে কান্নায় ভেঙ্গে পড়ে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে (‘এ’ গ্রুপে) নেপালকে ৩-১ সেটে হারিয়ে শুভসূচনা করে লাল-সবুজরা। পরের ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে অপরাজিত গ্রুপসেরা হবার পাশাপাশি নাম লেখায় শেষ চারে। নেপাল, মালদ্বীপ এবং কিরগিস্তানকে হারানোর পর দলের প্রত্যেকেই ১০ হাজার টাকা করে অর্থ পুরস্কার পেয়েছে ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামের কাছ থেকে। সেটা অব্যাহত থাকবে যদি বাংলাদেশ ফাইনালের দ্বৈরথেও জিততে পারে। ম্যাচশেষে বাংলাদেশ দলের অধিনায়ক হরোশিত বিশ্বাস বলেন, ‘দ্বিতীয় এবং তৃতীয় সেটে অসাধারণ খেলে আমরা সেট জিতে নেই। চতুর্থ সেটে গিয়ে খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। যখন দেখেছি আমরা পয়েন্টে পিছিয়ে গেছি তখন কিছুটা রিলাক্স হয়ে খেলেছি। জানতাম পঞ্চম সেট পর্যন্ত ম্যাচটি যাচ্ছে। দলের সবার কাছে বার্তা ছিল কোনমতেই হারা যাবে না। আমরা জিততে পেরেছি। সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা।’ ছয় দলের এই আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল এবং উজবেকিস্তান অংশ নিয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ছিল নেপাল এবং মালদ্বীপ। গ্রুপ বি’তে ছিল তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং কিরগিজস্তান। মজার ব্যাপারÑ ‘এ’ গ্রুপের দলগুলো যেমন সাফ অঞ্চলের, তেমনি ‘বি’ গ্রুপের দলগুলো সব মধ্য এশিয়ার। টুর্নামেন্ট সামনে রেখে এবার বাংলাদেশ দল দীর্ঘ অনুশীলন করেছে। এছাড়া ইরানে ২১ দিনের কন্ডিশনিং ক্যাম্পও করেছে। ইরানী কোচ আলীপোর আরোজির অধীনে টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি অনেক কিছু শিখেছে। সেগুলোই ফাইনালের ম্যাচে প্রয়োগ করার পালা।
×