ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা ফয়সালা আজ

প্রকাশিত: ০৬:৩১, ৫ এপ্রিল ২০১৮

 প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা ফয়সালা আজ

মিথুন আশরাফ ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) এবারের লীগের শিরোপা ফয়সালা হয়ে যাবে আজ। আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব আছে শিরোপা জেতার আশায়। কোন দল শেষ পর্যন্ত শিরোপা জিতবে? সেই দিকেই এখন সবার নজর আছে। আজ সকাল নয়টায় বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলা রয়েছে আবাহনীর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও খেলাঘর সমাজকল্যাণ সমিতি এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স লড়াই করবে। তিনটি দলেরই এখন শিরোপা জেতার সুযোগ রয়েছে। সুপার লীগে উঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (১৫ পয়েন্ট), গাজী গ্রুপ ক্রিকেটার্স (১৪ পয়েন্ট) ও খেলাঘর সমাজকল্যাণ সমিতি (১৪ পয়েন্ট) সুবিধা করতে পারেনি। আর তাই শিরোপা রেশ থেকে আগেই ছিটকে পড়েছে। তবে আবাহনী (২২ পয়েন্ট), রূপগঞ্জ (২০ পয়েন্ট) ও শেখ জামাল (২০ পয়েন্ট) শিরোপা প্রত্যাশায় আছে। এ তিন দলের মধ্যে যে কোন এক দল শিরোপা জিততে পারে। তবে আবাহনী যদি জিতে যায় তাহলে চ্যাম্পিয়ন হবে আবাহনীই। আবাহনী হারলেই কেবল বাকি দুই দলের শিরোপা জেতার সুযোগ থাকবে। এখানে সমীকরণও আছে। আবাহনী জিতলে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়েই ২০১৭-১৮ মৌসুমের শিরোপা ঘরে তুলবে। কিন্তু আবাহনী যদি হারে তাহলে রূপগঞ্জের পয়েন্ট হবে ২২। আবাহনীকে হারাতে পারলেই রূপগঞ্জ শিরোপা স্বপ্ন দেখবে। তখন আবাহনীর সমান ২২ পয়েন্ট হয়ে যাবে রূপগঞ্জের। শেখ জামালও তখন আশায় বুক বাঁধবে। এ জন্য শেখ জামালকে আজ জিততেই হবে। যদি আবাহনী হারে আর রূপগঞ্জ জিতে এবং শেখ জামাল জিতে; তখন শেখ জামাল হয়ে যাবে চ্যাম্পিয়ন। আর যদি আবাহনী ও শেখ জামাল হারে, রূপগঞ্জ জিতে তাহলে শিরোপা ঘরে তুলবে রূপগঞ্জ। লীগের নিয়ম অনুযায়ী আগে ‘হেড টু হেড’ বিবেচনা করা হয়। তাতে করে সুপার লীগের ‘হেড টু হেড’ই বিবেচনায় আসবে। সেই হিসেব করলে রূপগঞ্জ জিতলে আবাহনীর চেয়ে ‘হেড টু হেডে’ এগিয়ে যাবে। আবাহনী আবার শেখ জামালের কাছেও সুপার লীগে হেরেছে। তাই আবাহনী হারলেই শিরোপা থেকে ছিটকে পড়বে। রূপগঞ্জকে তখন আটকাতে পারবে শেখ জামাল। যদি শেখ জামাল জিতে, তাহলে সুপার লীগে আবাহনী ও রূপগঞ্জকে হারানোর সুবাদে পয়েন্ট সমান ২২ পয়েন্ট হলেও চ্যাম্পিয়ন হবে শেখ জামাল। ‘হেড টু হেড’ বিবেচনায় তখন আবাহনী ও রূপগঞ্জকে পেছনে ফেলে শেখ জামাল বাজিমাত করবে। এতসব সমীকরণ আসবে আবাহনী আজ হারলেই। আবাহনী জিতলে আর কোন দলেরই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ মিটবে না। তখন আবাহনীই শিরোপা জিতে যাবে। শিরোপা জিততে বদ্ধপরিকরও দলটি। দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজই যেমন চ্যাম্পিয়ন হওয়ার আশার কথা জানিয়ে দিয়েছেন। বলেছেন, ‘আমরা যদি জিততে পারি, আমরা চ্যাম্পিয়ন হব। আমি ঢাকা লীগে কখনও চ্যাম্পিয়ন হইনি। অবশ্যই টার্গেট থাকবে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। আমরাও অনেক সিরিয়াস আছি। আমরা আমাদের শতভাগ দিতে চেষ্টা করব।’ সঙ্গে যোগ করেন, ‘ডু অর ডাই ম্যাচ। আশাবাদী অবশ্যই। সবাই শতভাগ দেয়ার চেষ্টা করবে ভাল খেলার জন্য। তাছাড়া আমাদের যেসব প্লেয়ার আছে তারা তাদের সেরাটা দিলে তাহলে ভাল কিছু হবে।’ রূপগঞ্জও শিরোপা জেতার স্বপ্ন দেখছে। যে করেই হোক, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ যে ধরা দিয়েছে তা হাতছাড়া করতে রাজি নয়। রূপগঞ্জের কোচ মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাই জানিয়েছেন। বলেছেন, ‘অবশ্যই আমরা ভাল ক্রিকেট খেলতে চেষ্টা করব। আবাহনীর বিরুদ্ধে খেলা সবসময় চার্মিং, এক্সাইটিং। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে তারা শীর্ষে। আমরা দ্বিতীয় স্থানে। আমরা যেটা চিন্তা করব, লীগের শেষ ম্যাচটা যেন ভাল ম্যাচ হয়। রেজাল্ট শেষে আসে। শুরু থেকে আমরা যদি চাপ দিতে পারি, ভাল ক্রিকেট খেলতে পারি এটা কাজে লাগবে। যে দলটা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে আমি আশাকরি ওই দলই জিতবে। অবশ্যই কালকে (আজকে) চাপের ম্যাচ। আর এখন পর্যন্ত আমাদের রূপগঞ্জ যে জায়গায় আছে তা প্লেয়াররাই তৈরি করেছে। তারা এটার যোগ্য।’ সঙ্গে যোগ করেন, ‘শুরু থেকে আমরা যদি চিন্তা করি, আমরা চ্যাম্পিয়ন হব; এটা আমার মনে হয় একটু বোকামি হবে। কালকের (আজকের) ম্যাচ যদি আমরা চিন্তা করি, একটা ম্যাচ। সকাল থেকে শুরু করে প্রথম সেশন, দ্বিতীয় সেশন। আমি আশাকরি আমরা কে চ্যাম্পিয়ন হবে তা চিন্তা করে, আমরা ম্যাচটা জেতার জন্য প্ল্যান করি তখন দেখা যাবে কে চ্যাম্পিয়ন হবে। খুব কঠিন কারণ এ রানের যে অবস্থা, পয়েন্ট টেবিলের যে অবস্থা। তাই চ্যাম্পিয়নের জন্য চিন্তা না করে ম্যাচটার চিন্তা করি। তারপর তো পয়েন্ট টেবিল, রান রেট ঠিক করবে কে চ্যাম্পিয়ন।’ এখন দেখা যাক, আজ শিরোপা ফয়সালার দিনে কোন দল চ্যাম্পিয়ন হয়।
×