ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

২৮ বছর পর চেলসির দুর্গে জয় টটেনহ্যামের

প্রকাশিত: ০৬:৪২, ৩ এপ্রিল ২০১৮

২৮ বছর পর চেলসির দুর্গে জয় টটেনহ্যামের

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে দারুণ জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। রবিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে স্পার্সরা ৩-১ গোলে হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে। এর ফলে লন্ডনের বিখ্যাত স্টামফোর্ড ব্রিজে ২৮ বছর পর জিতেছে টটেনহ্যাম। এই জয়ে টটেনহ্যামের যেমন চ্যাম্পিয়ন্স লীগে খেলা নিশ্চিত হয়েছে তেমনি হারের কারণে ইউরোপ সেরার আসরে খেলার যোগ্যতা হারিয়েছে চেলসি। তিন সপ্তাহ পর ইনজুরি থেকে দলে ফেরেন টটেনহ্যামের সেরা খেলোয়াড় হ্যারি কেন। কিন্তু একাদশে রাখার মতো ঝুঁকি নেননি কোচ মরিসিও পোচেট্টিনো। তাকে ছাড়াই বর্তমান প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়েছে হ্যারি কেনের দল। ১৯৯০ সালে চেলসিকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়েছিল স্পার্সর। এবার ৩-১ গোলের জয়ে অসাধারণ ভূমিকা রাখেন দুই গোল করা ডেলে আলি ও ক্রিশ্চিয়ান এরিকসন। হাজার্ড-উইলিয়ান-মোরাতাকে নিয়ে ঘরের মাঠে শক্তিশালী একাদশ নামান চেলসি কোচ এ্যান্টোনিও কন্টে। ম্যাচের ১৯ মিনিটে হাজার্ডের বাড়ানো বলে উইলিয়ান শট নিলে সেটি গোল লাইন থেকে ফিরিয়ে দেন স্পার্স গোলকিপার হুগো লরিস। ২৫ মিনিটে স্পার্সের ট্রিপারের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩০ মিনিটে চেলসিকে আনন্দের উপলক্ষ এনে দেন এই মৌসুমে রিয়াল থেকে খেলতে আসা আলভারো মোরাতা। মসেসের উড়ন্ত বলে হেড থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। কিন্তু প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতায় ফেরে টটেনহ্যাম। প্রায় ২৫ গজ দূর থেকে এরিকসনের বুলেট গতির শট জালে আশ্রয় নেয়। বিরতি থেকে ফিরে গোলের লক্ষ্যে একের পর এক আক্রমণ করতে থাকে চেলসি। ৫৩ মিনিটে স্পার্সদের একটি পেনাল্টি আবেদন নাকচ করে দেন রেফারি। কিন্তু ৬২ মিনিটে ঠিকই টটেনহ্যামকে এগিয়ে দেন ইংলিশ ফুটবলার ডেলে আলি। এ গোলের রেশ কাটতে না কাটতে ৬৬ মিনিটে আবারও ডেলে আলির গোল। নিজের শততম প্রিমিয়ার লীগ ম্যাচটি জোড়া গোল করে স্মরণীয় করে রাখেন তিনি। ম্যাচের ৭৫ মিনিটে সনের পরিবর্তে দীর্ঘদিন পর মাঠে নামেন হ্যারি কেন। যদিও তিনি গোল করতে পারেননি। এই হারে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলার আশা শেষ হয়ে গেছে চেলসির। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম আট পয়েন্ট এগিয়ে চতুর্থ স্থান ধরে রাখায় চেলসির সামনে কার্যত আর কোন আশা নেই। লন্ডন ডার্বিতে দীর্ঘ প্রতীক্ষিত এই জয়ে আরেকবার কোচ মরিসিও পোচেট্টিনোর অধীনে স্পার্সদের উন্নতি চোখে পড়েছে। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লীগে খেলার নিশ্চিত হয়েছে টটেনহ্যামের। টটেনহ্যামের থেকে অবশ্য চেলসির জন্য জয়টা বেশি গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচের শুরুতে স্বাগতিকরা সেই গতিও ধরে রেখেছিল। উইলিয়ান ও ভিক্টর মোসেসের শট সহজেই আটকে দেন লরিস। মার্কোস আলোনসোর গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে ফ্রান্সের এক নম্বর গোলরক্ষক ৩০ মিনিটে যে ভুল করেছে তা ক্ষমার অযোগ্য।
×