ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আলোচনা সভা আগে আমরা পাশাপাশি ছিলাম, এখন আছি একসঙ্গে ॥ শ্রিংলা

প্রকাশিত: ০৫:৪৩, ২ এপ্রিল ২০১৮

রাজশাহীতে আলোচনা সভা আগে আমরা পাশাপাশি ছিলাম, এখন আছি একসঙ্গে ॥ শ্রিংলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, এখন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের সোনালি অধ্যায় চলছে। আগে আমরা পাশাপাশি ছিলাম, এখন একসঙ্গে আছি। এ সম্পর্কের ধারাবাহিকতায় ভারতের অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্কৃতি অঙ্গনে এক হয়ে কাজ করছে। এ সম্পর্ক দুই দেশের মানুষ ও সংস্কৃতিকে কাছাকাছি যেমন আনবে, তেমনি শিক্ষার উন্নয়নে কাজ করবে। রবিবার সন্ধ্যায় রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এ কথা বলেন। এর আগে দুই বাংলার ১৩ নাট্যদলের অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব-২০১৮’। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এই নাট্যোৎসবের উদ্বোধন করেন রাবি উপাচার্য এম আব্দুস সোবহান। এ উপলক্ষে সন্ধ্যা সাতটায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। রাবির নাট্যকলা বিভাগের সভাপতি ড. মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাবি উপাচার্য এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, বাংলা একাডেমি পুরস্কারজয়ী নাট্যকার ও রাবির অধ্যাপক মলয় ভৌমিক, ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অধ্যাপক ড. সোমনাথ সিনহা প্রমুখ। সঞ্চালনা করেন নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরুজ্জামান। ‘মিলি মৈত্রীবন্ধনে, গড়ি সংস্কৃতির সেতু’ স্লোগানে এই নাট্যেৎসব চলবে ৭ এপ্রিল পর্যন্ত। সপ্তাহব্যাপী এই নাট্যোৎসবে ভারত থেকে তিনটি নাট্যদল ও বাংলাদেশের ১০টি নাট্যদলের মোট ১৩ নাটক প্রদর্শিত হবে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন, শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) ও সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে নাটকগুলোর প্রদর্শিত হবে। প্রতিটি নাটকের প্রবেশমূল্য ৩০ টাকা।
×