ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাটহাজারীতে অবাধে পাহাড় কেটে মাটি পাচার

প্রকাশিত: ০৪:৫২, ২৬ মার্চ ২০১৮

হাটহাজারীতে অবাধে পাহাড় কেটে মাটি পাচার

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৫ মার্চ ॥ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে আইন অমান্য করে অভিনব কায়দায় পাহাড় কেটে মাটি পাচার করা হচ্ছে। পাহাড় ও টিলার মাটি কেটে পরিবেশ ধ্বংস করছে স্থানীয় সংঘবদ্ধ ভূমিদস্যু মাটি ব্যবসায়ী সিন্ডিকেট। দিন-রাত ওই অসাধু চক্রটি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন অবৈধ কাজ দেদারসে চালিয়ে যাচ্ছে। ভূমিদস্যুদের কালো থাবায় বিলীন হচ্ছে ওই ইউনিয়নের চারিয়া এলাকার মুরাদপুর গ্রামের পাহাড়ি টিলাগুলো। ফলে, এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন। এ কারণে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা করছেন বিজ্ঞমহল। স্থানীয়দের অভিযোগে জানা যায়, পাহাড়ি টিলার মাটি প্রতি ট্রাকে সি-িকেটটির সদস্যরা ৭শ’ থেকে এক হাজার করে এ মাটি বিক্রি করছে। যদিও উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ মাটি পাচারের দৃশ্য দেখেও না দেখার ভান করে চলেছেন। এ কারণে এলাকার নির্মল প্রাকৃতিক পরিবেশ এখন বিপর্যয়ের মুখে পড়েছে। অবশিষ্ট থাকা পাহাড়গুলোকে জরুরী ভিত্তিতে রক্ষা করা না হলে বর্ষা মৌসুমে এ অঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়সহ ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে পরিবেশ বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। এ সংঘবদ্ধ চক্রটি সরকারী পাহাড় থেকে মাটি কেটে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা জানান, এ বিষয়ে আগে কোন অভিযোগ পাননি। তিনি আরও জানান, সরেজমিনে গিয়ে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
×