ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইতিহাস বদলাতে কাউন্টি খেলবেন কোহলি

প্রকাশিত: ০৫:২০, ২৫ মার্চ ২০১৮

ইতিহাস বদলাতে কাউন্টি খেলবেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি- ‘দ্য রান মেশিন’। দেশে কিংবা বিদেশে, পৃথিবীর যে কোন প্রান্তেই ব্যাট হাতে রানের ফল্গুধারা বইয়ে দিচ্ছেন। অথচ জানলে অবাক হবেন ২০১৪ সর্বশেষ ইংল্যান্ড সফরে ৫ টেস্টে মাত্র ১৮৪ রান করেছিলেন কোহলি। সেঞ্চুরি দূরে কথা, একটা হাফ সেঞ্চুরিও ছিল না। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৯। তার মধ্যে দুইবার আবার ‘গোল্ডেন ডাক’ মেরেছিলেন। তার দল ভারত সিরিজ হেরেছিল ৩-১ ব্যবধানে। চলতি বছরের আসন্ন সফরটা যেন আগেরবারের মতো না হয়, তাই আগেভাগে গিয়ে কাউন্টি খেলবেন ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডও তাকে অনুমতি দিয়েছে। সতীর্থ চেতেশ্বের পুজারা ও ইশান্ত শর্মার পর চলতি মৌসুমে তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই অনুমতি পেয়েছেন। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডকে হারানোর পরই কোহলি বলেছিলেন, ‘যে কোন দলে জন্যই প্রস্তুতিপর্বটা খুবই গুরুত্বপূর্ণ। আমার যদি সুযোগ আসে, আমি সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে যেতে চাই, আর এটা হবে খুবই ভাল। আমি আসলে এটা নিয়ে ভাবছি। আর নিশ্চিতভাবে বলতে গেলে আমি সময় পেলে ইংল্যান্ডে খেলতে চাই।’
×