ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪৫ বছর পর কানাডাকে স্বর্ণ উপহার দিলেন ২২ বছরের এই তরুণী, পঞ্চম হয়ে সমর্থকদের হতাশ করেছেন রাশিয়ার এলিনা জাগিতোভা, চতুর্থ হয়ে প্রতিযোগিতা শেষ করেছেন স্বাগতিক ইতালিয়ান স্কেটার ;###;ক্যারোলিনা কোস্টনার

স্বর্ণ জিতে ওসমোন্ডর চমক

প্রকাশিত: ০৫:১৭, ২৫ মার্চ ২০১৮

স্বর্ণ জিতে ওসমোন্ডর চমক

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বচ্যাম্পিয়নশিপে ফিগার স্কেটিংয়ের ফাইনালে বাজিমাত করেছেন কায়েটলিন ওসমোন্ড। দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েই স্বর্ণপদক জয়ের স্বাদ পান তিনি। নাটকীয়তায় ভারপুর এই ইভেন্টে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন এলিনা জাগিতোভা। কোন পদক জয় তো দূরের কথা ফিগার স্কেটিংয়ে পঞ্চম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন রাশিয়ান তারকা। দ্বিতীয় হয়ে রৌপ্য জিতেছেন জাপানের ওয়াকাবা হিগুচি এবং তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জয়ের স্বাদ পেয়েছেন তারই স্বদেশী সাতোকো মিয়াহারা। চতুর্থ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন শর্ট প্রোগ্রামে প্রথম হয়ে চমক উপহার দেয়া স্বাগতিক ইতালিয়ান স্কেটার ক্যারোলিনা কোস্টনার। গত মাসেই শেষ হয়েছে শীতকালীন অলিম্পিক। দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে ব্রোঞ্জপদক জিতেছিলেন কানাডার ওসমোন্ড। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নশিপেই বাজিমাত করেন তিনি। ইতালির মিলানে শুক্রবার অনুষ্ঠিত ফিগার স্কেটিংয়ের ফাইনালে ২২ বছরের এই তারকা খেলোয়াড় ২২৩.২৩ পয়েন্ট স্কোর গড়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জেতেন তিনি। সেই সঙ্গে নতুন এক ইতিহাস গড়েন এই স্কেটার। ৪৫ বছরের মধ্যে কানাডার প্রথম প্রমীলা খেলোয়াড় হিসেবে ফিগার স্কেটিংয়ে স্বর্ণপদক জেতেন তিনি। তার আগে ১৯৭৩ সালে এই কীর্তি গড়েছিলেন কারেন মাগনুসেন। বিশ্বচ্যাম্পিয়নশিপের ফিগার স্কেটিংয়ের স্বর্ণপদক জয়ের পর দারুণ রোমাঞ্চিত ওসমোন্ড। নিজের নামের পাশে অবিস্মরণীয় এই অর্জন বিশ্বাস করতেই অনেকটা সময় লেগেছে তার। প্রতিযোগিতার শেষেই এ বিষয়ে কানাডিয়ান তারকা বলেন, ‘এখনও সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারছি না। বিশ্বচ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতব এটা তো কখনও কল্পনাই করিনি।’ আসলেই তা সত্য! কেননা বিশ্বচ্যাম্পিয়নশিপে এবার ফেভারিটের তকমাটা গায়ে মাখানো ছিল এলিনা জাগিতোভার গায়েই। শীতকালীন অলিম্পিকে স্বর্ণপদক জিতেই যে সব আকর্ষণ কেড়ে নিয়েছিলেন ১৫ বছরের এই রাশিয়ান তরুণী। মিলানে তার সামনে ছিল নতুন একই মাইলফলকের হাতছানি। শীতকালীন অলিম্পিকের পরের মাসেই বিশ্বচ্যাম্পিয়নশিপ জয়ের হাতছানি। কিন্তু তা করতে ব্যর্থ হয়েছেন রাশিয়ান স্কেটার। মূলত চার মিনিট ফ্রি ডেন্সে একেবারেই নিষ্প্রভ ছিলেন। যেখানে তিনবার ফল করেছেন তিনি। আর তাতেই সিনিয়র পর্যায়ের অভিষেক পর্বটা হতাশা দিয়েই শুরু হয় তার। ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন ক্যারোলিনা কোস্টনারও। শর্ট প্রোগ্রামে প্রথম হয়েই স্বাগতিক সমর্থকদের প্রত্যাশাটা বাড়িয়ে দিয়েছিলেন ইতালির এই অভিজ্ঞ স্কেটার। সমর্থকরা ধারণা করেছিলেন ২০১২ সালের পর আবারও দেশকে পদক উপহার দেবেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। শেষ পর্যন্ত চতুর্থ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন কোস্টনার। এদিন তিনি ২০৮.৮৮ পয়েন্ট স্কোর গড়তে সক্ষম হন। ঘরের মাঠের সমর্থকদের সামনে চতুর্থ হওয়ার স্বাদটা কেমন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই চতুর্থ হওয়ার স্বাদটা খুবই তিক্ত।’ বয়সে একত্রিশকেও ছাড়িয়ে গেছেন কোস্টনার। বিশ্ব মঞ্চে তার অভিজ্ঞতা ১৪ বছরের। কিন্তু সেই অভিজ্ঞতা এবার আর কাজে লাগাতে পারলেন না ক্যারোলিনা কোস্টনার। জাগিতোভা-কোস্টনাররা যখন চরম হতাশ তখন দ্বিতীয় হয়ে দারুণ তৃপ্ত জাপানের ওয়াকাবা হিগুচি। ২১০.৯০ পয়েন্ট স্কোর গড়ে রৌপ্য জয়ের পর নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘অন্য অধিকাংশ টুর্নামেন্টের শেষেই আমাকে কাঁদতে হয়েছে। কিন্তু এখানে আর কান্নার প্রয়োজন নেই আমার।’ গত বছর এই টুর্নামেন্টের শীর্ষ দশেও জায়গা হয়নি তার। ১১ হয়ে প্রতিযোগিতা শেষ করেছিলেন তিনি। এবার হয়েছেন দ্বিতীয়, ১৭ বছর বয়সী হিগুচির এমন উচ্ছ্বাস প্রকাশ করাটাই তো স্বাভাবিক। বিশ্বচ্যাম্পিয়নশিপে দুইবারের স্বর্ণপদক জয়ের অভিজ্ঞতা রয়েছে এভজেনিয়া মেদভেদেভার। কিন্তু এবার অংশগ্রহণই করেননি তিনি। মূলত ইনজুরির কারণেই বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ান শীতকালীন অলিম্পিকে জাগিতোভার পেছনে থেকে রৌপ্য জিতে প্রতিযোগিতা শেষ করা এই রাশিয়ান তারকা।
×