ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

প্রতিভাদের ধরে রাখতে প্রধানমন্ত্রীর আশ্বাস

প্রকাশিত: ০৭:০৫, ২৪ মার্চ ২০১৮

প্রতিভাদের ধরে রাখতে প্রধানমন্ত্রীর আশ্বাস

স্পোর্টস রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস মিলেছে বাংলাদেশ যুগ গেমস থেকে পাওয়া প্রতিভাদের ধরে রাখার জন্য। যুব গেমসের সফলতা-ব্যর্থতা আর পরবর্তী করণীয় নিয়ে এক মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এছাড়াও সব ঠিকঠাকভাবে চলছে কিনা তা নিশ্চিত করতে গঠন করা হবে সার্চ কমিটি। এছাড়াও নির্দিষ্ট একটি ক্যালেন্ডার থাকার কথা উঠে আসে মতবিনিময় সভায়। মাত্র কদিন আগেই শেষ হলো যুব গেমসের আসর। বিশ্বে নিজেদের গৌরব-সম্মান ও মর্যাদা বাড়াতে হলে বৈশ্বিক খেলাগুলোর অনুশীলনের গুরুত্ব অপরিসীম। আর যুব গেমসের মাধ্যমে সেই খরা অনেকটাই কাটানো সম্ভব। গত বছর ১৮ ডিসেম্বর আগামীর ক্রীড়াবিদ তৈরির মহান উদ্দেশ্যকে সামনে রেখে ২১ ইভেন্ট নিয়ে জেলা ও বিভাগীয় শহরগুলোতে এই গেমস শুরু হয়। এতে ২৩ হাজার ২১০ খেলোয়াড় অংশগ্রহণ করেন। তার মধ্যে বাছাই করা হয় দুই হাজার ৬৬০ জনকে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হয় চূড়ান্তপর্ব। ঢাকায় চূড়ান্তপর্বে ১৫৯ ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও তাম্রসহ মোট এক হাজার ১১২ পদকের জন্য লড়াই করে প্রতিযোগীরা। এখন লক্ষ্য এসব খেলোয়াড়দের পরিচর্যা করা। সে লক্ষ্যেই যুব গেমসের সফলতা, ব্যর্থতা আর পরবর্তী করণীয় নিয়ে এ মতবিনিময় সভা। দেশের প্রত্যন্ত অঞ্চলের সুপ্ত প্রতিভার বিকাশ ও কিছু মানসম্পন্ন খেলোয়াড় তৈরি হলে অদূর ভবিষ্যতে বিশ্ব অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য অর্জন করা সম্ভব। সে লক্ষ্যেই নির্দিষ্ট একটি ক্যালেন্ডার থাকার কথা জানায় বিওএ। নিজেদের এ্যাসোসিয়েশনের সদিচ্ছার পাশাপাশি প্রধানমন্ত্রীরও আশ্বাসেই খেলোয়াড়দের বিনির্মাণে নেয়া হচ্ছে পরিচর্যার উদ্যোগ।
×