ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আজ শেষ হচ্ছে আরচারি

প্রকাশিত: ০৫:১৬, ১২ মার্চ ২০১৮

আজ শেষ হচ্ছে আরচারি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ যুব গেমস-২০১৮তে অন্তর্ভুক্ত আরচারি ডিসিপ্লিনের খেলা শেষ হবে আজ। দুইদিনব্যাপী এ প্রতিযোগিতার শেষদিনে রিকার্ভ তরুণ-তরুণী একক, দলীয় ও মিক্স ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ৭টি বিভাগ হতে ২৫ জন তরুণ ও ২২জন তরুণীসহ মোট ৪৭ জন আর্চার অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে সর্বোচ্চ স্কোরের ভিত্তিতে ৪ জন তরুণ ও ৪ জন তরুণীসহ মোট ৮ জন একক ইভেন্টের সেমিফাইনালে ওঠে। তরুণদের এককে যারা সেমিতে উঠেছেন তারা হলেন : ঢাকা বিভাগের মোঃ ইব্রাহিম শেখ ৬-০ সেটে খুলনা বিভাগের মোঃ আফজাল হোসেনকে, রাজশাহী বিভাগের তাওহিদ ৬-৫ সেটে ঢাকা বিভাগের সাকিব মোল্লাকে, চট্টগ্রাম বিভাগের তালহা জুবায়ের ৬-৪ সেটে একই বিভাগের নাইমুর রহমানকে এবং চট্টগ্রাম বিভাগের মিসাদ প্রধান ৬-২ সেটে নিজ বিভাগের প্রদীপ্তকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এদিকে তরুণীদের এককে সেমিফাইনালে উঠেছেন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় (ইসলামী সলিডারিটি আরচ্যারী চ্যাম্পিনশিপ ও চ্রিলডেন আরচ্যারী চ্যাম্পিয়নশিপ) একাধিক স্বর্ণ পদক জয়ী আর্চার রাজশাহী বিভাগের রাদিয়া আক্তার শাপলা। খুলনার আঁখি খাতুনকে ৬-০ সেটে হারিয়ে সেমিতে ওঠে। এছাড়া ঢাকা বিভাগের অবনি ওসমান ৬-৫ সেটে রংপুর বিভাগের জেরিনকে, খুলনা বিভাগের ইতি খাতুন ৬-০ সেটে ময়মনসিংহের রুনাকে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলা রাজশাহী বিভাগের মেয়ে রাবেয়া খাতুন ৬-০ সেটে রংপুর বিভাগের দিয়া সিদ্দিকীকে হারিয়ে সেমিতে ওঠে।
×