ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মিলানকে হারিয়ে শেষ আটের পথে আর্সেনাল

প্রকাশিত: ০৭:১৯, ১০ মার্চ ২০১৮

মিলানকে হারিয়ে  শেষ আটের পথে আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ নিদারুণ চাপে আছেন আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালের হয়ে টানা ব্যর্থতার কারণে কোচ পদে তার থাকা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। এরই মধ্যে উয়েফা ইউরোপা লীগে কঠিন চ্যালেঞ্জে মাঠে নেমেছিল তার দল। শেষ ষোলোর প্রথম লেগ জিতে ধাক্কাটা আপাতত সামলেছেন ফরাসী কোচ। বৃহস্পতিবার রাতে ইতালির মিলানের সানসিরোতে স্বাগতিক ক্লাব এসি মিলানকে ২-০ গোলে হাারিয়েছে অতিথি আর্সেনাল। এই জয়ে কোয়ার্টার ফাইনালে খেলার দৌড়ে এগিয়ে থাকল গানার্সরা। কেননা ১৫ মার্চ ফিরতি লেগ গানার্সরা খেলবে নিজেদের মাঠ লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক শিবিরে আক্রমণ করে খেলতে থাকে আর্সেনাল। ম্যাচের অষ্টম মিনিটে গোলের সুযোগ পায় তারা। জ্যাক উইলশেয়ারের ফিরতি পাস থেকে হেনরিখ মিখিটারিয়ানের শট পাশের জালে জড়ায়। তবে ম্যাচের ১৫ মিনিটে সফরকারী আর্সেনালকে লিড এনে দেন মিখিটারিয়ান। মেসুত ওজিলের পাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান আর্মেনিয়ার তারকা উইঙ্গার। জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যোগ দেয়ার পর আর্সেনালের হয়ে এটাই তার প্রথম গোল। ম্যাচের ৪১ মিনিটে কলাম চেম্বার্সের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে আর্সেনালকে গোলবঞ্চিত করেন জিয়ানলুইজি ডোনারুমা। আর যোগ করা সময়ে মিখিতারিয়ানের আরেকটি প্রচেষ্টা ক্রসবারে লাগে। এর তিন মিনিট পরই মেসুত ওজিলের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েলসের মিডফিল্ডার এ্যারন রামসি। বিরতি থেকে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ চললেও কোন দলই আর গোলের দেখা পায়নি। ফলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ওয়েঙ্গারের দল। এই জয়ের ফলে টানা চার ম্যাচে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে গানার্সরা। ম্যাচে আর্সেনালের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন নবাগত তারকা আর্মেননিয়ার হেনরিখ। গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আর্সেনালে যোগ দিয়েছেন তিনি। ম্যাচ শেষে দলের জয়ে সন্তোষ প্রকাশ করেন ৬৮ বছর বয়সী কোচ আর্সেন ওয়েঙ্গার। তার মতে দলের সুশৃঙ্খল প্রদর্শনীই টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকা মিলানকে তাদের মাঠে হারাতে সক্ষম হয়েছে আর্সেনাল। ওয়েঙ্গার বলেন, এটা দারুণ একটা জয়। সবাই প্রশংসার দাবিদার। আমাদের সাম্প্রতিক সময়টা ভাল যাচ্ছে না। এই জয় জরুরী ছিল। আশা করছি, আমরা আরও ভাল করতে পারব। ফিরতি লেগ নিজেদের মাঠে হলেও সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। শেষ ষোলোয় অন্য ম্যাচে নিজেদের মাঠে রাশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কোকে ৩-০ গোলে হারিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ২২ মিনিটে সাউলের গোলে লিড পায় স্প্যানিশ জায়ান্টরা। জুয়ানফ্রানের পাসের বল দারুণ দক্ষতায় গোলপোস্টে পাঠিয়ে দেন তিনি (১-০)। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে অর্থাৎ ম্যাচের ৪৭তম মিনিটে দিয়াগো কোস্তা গোল করে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন লা লিগা জায়ান্টদের (২-০)। ম্যাচের শেষ মিনিটে (৯০ মিনিট) কোকের গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে এ্যাটলেটিকো। এই গোলের জন্যও বলের যোগান দেন জুয়ানফ্রান। এছাড়া সিএসকেএ মস্কোর মাঠে ১-০ গোলে লিওঁ ও জেনিটের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জয় পেয়েছে জার্মান ক্লাব লিপজিগ।
×