ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মৌসুমের প্রথম শিরোপা ডেল পোত্রোর

প্রকাশিত: ০৬:২৭, ৭ মার্চ ২০১৮

মৌসুমের প্রথম শিরোপা ডেল পোত্রোর

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমের প্রথম শিরোপার দেখা পেলেন জোয়ান মার্টিন ডেল পোত্রো। দুর্দান্ত খেলেই শনিবার মেক্সিকো ওপেনের ফাইনাল জেতেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার পথে এদিন তিনি ৬-৪ এবং ৬-৪ গেমে পরাজিত করেন দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনকে। সেই সঙ্গে ক্যারিয়ারের ২১তম ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলেন ইউএস ওপেনের সাবেক এই চ্যাম্পিয়ন। ছয় ফুট ৮ ইঞ্চি উচ্চতা কেভিন এন্ডারসনের বিপক্ষে আগে খেলা ছয় ম্যাচের সবকটিতেই জয় তুলে নেন ছয় ফুট ৬ ইঞ্চি উচ্চতার ডেল পোত্রো। শনিবার সেই ব্যবধানটা নিয়ে গেলেন ৭-০তে। তবে মেক্সিকান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিটাকে বিশেষ বললেন আর্জেন্টাইন তারকা। কেননা, বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশের তিন তারকাকে পরাজিত করেই যে একাপুলকো শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। এ প্রসঙ্গে ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জোয়ান মার্টিন ডেল পোত্রো বলেন, ‘আমার কাছে এটা বিশেষ এক টুর্নামেন্ট। একই টুর্নামেন্টে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশের তিনজনকে হারিয়েছি যা খুবই গুরুত্বপূর্ণ। একাপুলকোতে ক্যারিয়ারের ২১তম শিরোপা জিতে আমি সত্যিই খুব খুশি।’ ২০০৯ সালে ইউএস ওপেনের শিরোপা জয়ী ডেল পোত্রো এ সময় আরও বলেন, ‘এন্ডারসন খুব ভয়ঙ্কর খেলোয়াড়। তার সার্ভ খুব শক্তিশালী কিন্তু আমি সৌভাগ্যবান যে গুরুত্বপূর্ণ সময়েই ছন্দ খুঁজে পেয়েছি।’ আবারও ডেল পোত্রোর কাছে হেরে স্বাভাবিকভাবেই হতাশ দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসন। তবে আর্জেন্টাইন তারকার প্রশংসা করতে মোটেও ভুল করেননি তিনি। এন্ডারসন বলেন, ‘আমি মনে করি ডেল পোত্রো সত্যিই খুব ভাল খেলেছে। সে অনেক বড় প্রতিপক্ষ এবং অনেক বড় মাপের খেলোয়াড়। তার বিপক্ষে জয়ের জন্য আমার আজ আরও ভাল খেলা উচিত ছিল।’
×