ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দুই গোলে পিছিয়েও দুর্দান্ত জয় ম্যানচেস্টার ইউনাটেডের

প্রকাশিত: ০৬:২৬, ৭ মার্চ ২০১৮

দুই গোলে পিছিয়েও দুর্দান্ত জয় ম্যানচেস্টার ইউনাটেডের

স্পোর্টস রিপোর্টার ॥ দুই গোলে পিছিয়ে পড়েও ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে ক্রিস্টাল প্যালেসের মাঠে স্বাগতিকদের বিরুদ্ধে রেড ডেভিলসরা জিতেছে ৩-২ গোলে। এই জয়ে পয়েন্ট তালিকায় ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লীগের রেকর্ড সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়নরা। এই জয়ে ২৯ ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৬২। সমান ম্যাচে তাদের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। গার্ডিওলার দলের পয়েন্ট ৭৮। ঘরের মাঠ শেলহার্টস স্টেডিয়ামে শুরু থেকেই ম্যানইউর ওপর চড়াও হয়ে খেলতে থাকে স্বাগতিক প্যালেস। এর ধারাবাহিকতায় ম্যাচের ১১ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন আন্দ্রোস টাউনসেন্ড। বেনটেকের বাড়ানো বলে ডি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের শট নেন এই তারকা। লিনডেলপের গায়ে লেগে বল গিয়ে জালে জড়ায়। দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া কোন উপায় ছিল অতিথি গোলরক্ষক ডেভিড ডি গিয়ার। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মরিনহোর দল। বিরতির পর ফিরে আরও বড় ধাক্কা খায় অতিথিরা। তৃতীয় মিনিট্ইে (৪৮ মিনিট) আরেকটি গোল হজম করে তারা। এ সময় স্বাগতিক ক্রিস্টাল প্যালেসের হয়ে গোল পান ভ্যান এ্যানহোল্ট। দুই গোলে পিছিয়ে পড়ায় হারের শঙ্কা চেপে বসে ম্যানইউর। তবে এরপর আক্রমণের ধার বাড়িয়ে দেন লুকাকু, সানচেজরা। এই ধারাবাহিকতায় ম্যাচের ৫৫ মিনিটে গোল করে ব্যবধান কমান ক্রিস স্মলিং। ভ্যালেন্সিয়ার বাড়ানো বল হেডে জালে জড়ান এই ডিফেন্ডার। ম্যাচের ৭৩ মিনিটে নেমাঞ্জা মাটিচের শট গোললাইন থেকে ফেরান স্বাগতিক দলের ডিফেন্ডার। ৭৬ মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান চলতি মৌসুম দারুণ ফর্মে থাকা রোমেলু লুকাকু। গত ডিসেম্বরের পর থেকে লীগে ব্যাক-টু-ব্যাক ম্যাচে গোল পেলেন লুকাকু। বাঁ-পায়ের জোরালো শটে লীগে নিজের ১৪তম গোল করেন বেলজিয়াম তারকা। পরের মিনিটেই দারুণ এক সেভে প্যালেসের স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেনটেকেকে গোলবঞ্চিত করেন রেড ডেভিলদের গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ম্যাচের ৯০ মিনিট পর অতিরিক্ত সময়ে ম্যানইউকে এগিয়ে দেন সার্বিয়ান মিডফিল্ডার মাটিচ। ২৫ গজ দূর থেকে তার শট প্যালেস গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাড়িয়ে যায় জালে। এই গোলেই অসাধারণ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। ম্যাচ শেষে ম্যানইউ কোচ জোশে মরিনহো বলেন, শেষ ভাগে যৎসামান্য সময়ের মধ্যে জয় নিশ্চিত করতে হলে আপনাকে অবশ্যই সামান্যতম হলেও ভাগ্যের সহায়তা পেতে হবে। দ্বিতীয়ার্ধে আমরা খুবই মানসম্পন্ন ফুটবল খেলেছি। এর আগে রক্ষণভাগে আমরা অনেক ভুল করেছি। দ্বিতীয় গোল হজমের পর অনেক কিছুই পাল্টে গিয়েছিল। হাতাশা নেমে এসেছিল দলের মধ্যে। এমন পরিস্থিতিতেও খেলোয়াড়রা তাদের দারুণ আচরণের মাধ্যমে মনোবল ধরে রেখেছিল। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচে ফিরে পূর্ণ পয়েন্ট পাওয়া যেনতেন ব্যাপার নয়। এটি আমাদের দারুণ অনুভূতি এনে দিয়েছে। স্পেশাল ওয়ান বলেন, আমরা জয়ের জন্যই প্যালেস এসেছি। কিন্তু তারা বেশ প্রতিরোধ গড়ে তোলে। সত্যি বলতে দুই গোল হজম করার পর মনে হয়েছিল, হয়তো আরেকটি বাজে দিন যাবে। কিন্তু ছেলেরা নিজেদের দারুণভাবে প্রমাণ করেছে। এতেই বোঝা যাচ্ছে, আমরা সঠিক পথেই আছি। আশা করছি আগামী মৌসুমে আরও ভাল করতে পারব। তলানির তৃতীয় প্যালস ম্যাচে দারুণ খেলা উপহার দিয়েছে। হৃদয়বিদারক হারটি এড়াতে পারলে এক পয়েন্ট বেশি নিয়ে রেলিগেশন জোন থেকে উঠে আসতে পারত তারা। ২৭ পয়েন্ট নিয়ে তাদের বর্তমান অবস্থান তালিকার ১৮ নম্বরে।
×