ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অসময়ে মার্করামের সেঞ্চুরি

প্রকাশিত: ০৪:৪২, ৫ মার্চ ২০১৮

অসময়ে মার্করামের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ ডারবানে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৪১৭ রান। টেস্ট ইতিহাসে এত রান করে জয়ের ঘটনা প্রায় বিরল। ৪৯ রানে চতুর্থ, আর ১৩৯ রানে পঞ্চম উইকেট হারানোর পর তো মনে হচ্ছিল সাড়ে তিনদিনেই বড় ব্যবধানে হারতে যাচ্ছে স্বাগতিকরা। সেখান থেকেই অবিশ্বাস্য এক সেঞ্চুরি হাঁকিয়েছেন এইডেন মার্করাম। চতুর্থদিন চা-বিরতির পর এ রিপোর্ট লেখার সময় ওই ৫ উইকেটেই প্রোটিয়াদের সংগ্রহ ২১৫। জয়ের জন্য চাই আরও ২০২। মার্করাম ঠিক ১০০ এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক ব্যাট করছিলেন ৫৪ রান নিয়ে। অতীত রেকর্ড বলে, এত রান করে জেতাটা খুব কঠিন। তবে খেলাটা ক্রিকেট বলেই অসম্ভবও নয়। যদিও স্বীকৃত ব্যাটসম্যান বলতে ক্রিজে থাকা এই দু’জনই। বাকি সব বোলার। স্কোরÑ অস্ট্রেলিয়া ৩৫১/১০ ও ২২৭/১০। আর প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ১৬২ রানে। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে দু’দল। এর আগে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালই ছিল। উদ্বোধনী জুটিতে ৫৬ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। ওয়ার্নার আউট হয়েছেন ২৮ রান করে। তবে ফিফটি পেয়েছেন ব্যানক্রফট (৫৩)। প্রথম ইনিংসের (১৪) পর এবারও ব্যর্থ উসমান খাজা করেছেন ৬। ব্যানক্রফট ও খাজা- দু’জনই প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের শিকার। অধিনায়ক স্মিথ ও শন মার্শের জুটিতে একটা সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ১৪৬। কিন্তু ৩৮ রানের এ জুটি ভাঙ্গতেই হুড়মুড় করে ভেঙ্গে পড়ে সফরকারীদের ব্যাটিং। ৩ উইকেটে ১৪৬ থেকে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৭ উইকেটে ১৮৫। সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া মার্শের ব্যাট থেকে আসে ৩৩ রান। দু’জনের মাঝে দ্রুতই ফেরেন প্রথম ইনিংসে ৯৬ রান করা মিচেল মার্শ (৬) ও টিম পেইন (১৪)। অস্ট্রেলিয়ার স্কোর দুই শ’ পার করার দায়িত্বটা পালন করেন প্যাট কামিন্স (২৬) ও স্টার্ক (৭)। প্রোটিয়াদের হয়ে স্পিনার কেশভ মহারাজ ৪ ও পেসার মরকেল নিয়েছেন ৩ উইকেট। কাগিসো রাবাদা ২।
×