ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কোহলি-ভুবিদের বিশ্রাম দিতে পারে ভারত

প্রকাশিত: ০৬:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

কোহলি-ভুবিদের বিশ্রাম দিতে  পারে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি২০ নিদাহাস ট্রফিতে অধিনায়ক বিরাট কোহলি, পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দীর্ঘদিন যাবত একটানা খেলার মধ্যে থাকায় কাজের চাপ কমাতে তাদের বিশ্রাম দেয়া হতে পারে। স্বাগতিক শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারতকে নিয়ে আয়োজিত ৬-১৮ মার্চ অনুষ্ঠিতব্য সিরিজের জন্য শীঘ্রই দল ঘোষণার সময় এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইর উর্ধতন একটি সূত্র জানায়, ‘বিরাট চাইলে তাকে বিশ্রাম দেয়া হবে। এটা নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপর। তবে চলতি মৌসুমের শেষ টি২০ টুর্নামেন্টটি তিনি হয়তোবা খেলতে চাইতেও পারেন। তবে দল নির্বাচন কমিটির সভায় পেস বোলিং ইউনিটের বিষয়টি আলোচনা হবে-এটা অনেকটাই অনুমিত।’ আইপিএল দিয়ে দীর্ঘ মৌসুম শুরু হওয়ার আগে বহুল প্রত্যাশিত বিশ্রাম দেয়া হতে পারে তিন ফর্মেটেই ভারতীয় দলের তারকা পেসার ভুবনেশ্বর ও বুমরাহকে। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজেই প্রায় ১০০ ওভার বোলিং করেছেন ভুবনেশ্বর। বুমরাহ বোলিং করেছেন আরও অনেক বেশি। ইতোমধ্যেই ১৬৬ ওভারের বেশি বোলিং করেছেন তিনি। আসন্ন মৌসুমে ৩০টি ওয়ানডেসহ ৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। ভুবনেশ্বর ও বুমরাহকে বিশ্রাম দেয়া হলে শারদুল ঠাকুর ও জয়দেব উনাদকড়কে নতুন বলের দায়িত্বে দেখা যেতে পারে।
×