ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কোহলির সামনে অনেক জরেকর্ডের হাতছানি

প্রকাশিত: ০৪:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০১৮

কোহলির সামনে অনেক জরেকর্ডের হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই টেস্টে হেরে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছিল ভারত। সমালোচনার মুখে পড়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় টেস্টে জয় দিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। এরপর ৫-১এ ওয়ানডে সিরিজ জিতে রেকর্ড গড়ে। প্রথম টি২০তেও সেই ধারা অব্যাবত রাখা অতিথিরা আজ দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাইবে। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। ম্যাচ ছাপিয়ে তাই এটিই এখন আলোচিত ইস্যু। ইতোমধ্যে তিন টেস্ট, ছয় ওয়ানডে এবং এক টি২০ খেলেছেন। টেস্টে একটি এবং ওয়ানডেতে হাঁকিয়েছেন তিনটি সেঞ্চুরি। সবমিলিয়ে এখন পর্যস্ত সফরে রান করেছেন ৮৭০। এখনও বাকি আছে দুটি টি২০। দুই ম্যাচে তাকে হাতছানি দিচ্ছে অন্তত তিনটি রেকর্ড। এক, টি২০তে দ্রুততম ২০০০ রানের মাইলফলক ছুঁতে কোহলিকে করতে হবে মাত্র ১৮ রান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানের মাইলফলক ছোঁবেন। ৫২ ইনিংসে তার টি২০ রান ১৯৮২। দুই, শেষ দুই টি২০তে ১০৪ রান করতে পারলে কোহলি ছাড়িয়ে যাবেন স্যার ডন ব্র্যাডম্যানকে। কিংবদন্তি ব্র্যাডম্যান ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টে করেছিলেন ৯৭৪ রান। এক সফরে যা দ্বিতীয় সর্বোচ্চ রান। তিন, এছাড়া ১৩০ রান করতে পারলে এক সফরে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়বেন কোহলি। এক সফরে একমাত্র ক্রিকেটার হিসেবে ১ হাজারের বেশি রান করেছেন স্যার ভিভিয়ান রিচার্ডস। ১৯৭৬ সালে ইংল্যান্ড সফরে ১ হাজার ৪৫ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। ডানহাতি এই ব্যাটসম্যান চার টেস্টে ৮২৯ ও তিন ওয়ানডেতে করেছিলেন ২১৬ রান। কোহলির সামনে অসাধারণ তিনটি রেকর্ডের হাতছানি। রান মেশিন কোহলির পক্ষে অসম্ভব কিছুই নয়। ওদিকে প্রথম কোন ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৯০০’র ওপরে রেটিং পয়েন্ট অর্জন করেছেন আধুনিক ক্রিকেটের এই সুপারম্যান। সফরে ৬ ওয়ানডেতে মোট ৫৫৮ রান করেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে কোহলির রেটিং পয়েন্ট ছিল ৮৭৬। যা ছিল সর্বকালের ১৮তম সেরা রেটিং। সিরিজ শেষে ৩৩ রেটিং পয়েন্ট পাওয়ায় তার মোট রেটিং হয়েছে ৯০৯। যা সর্বকালের সপ্তম সেরা রেটিং।
×