ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এবার পিএসএলের ফাইনাল করাচীতে

প্রকাশিত: ০৬:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০১৮

এবার পিএসএলের ফাইনাল করাচীতে

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় বন্ধ। দেশটি যে করে হোক এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায়। যে সূত্রে গত পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনাল অনুষ্ঠিত হয় লাহোরে। এরপর বিশ্ব একাদশ এবং শ্রীলঙ্কা জাতীয় দল টি২০ খেলে আসে। এবার পাকিস্তানের আরেক ঐতিহ্যবাহী ভেন্যু করাচীতে এবারের পিএসএলের ফাইনাল আয়োজনের ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। রবিবার সেখানকার সার্বিক পরিস্থিতি দেখে ইতিবাচক মন্তব্য করেছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ রেগ ডিকাসন ও রিচার্ড ডেনিস। ‘আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলব, করাচীর পরিস্থিতি এই মুহূর্তে বেশ ভাল। এভাবে চলতে থাকলে পিএসএলের ফাইনাল হতে পারে। তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা মাঝের এই সময়টাতেও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করব।’ বলেন ডিকাসন। উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি আরব আমিরাতে শুরু পিএসএলের তৃতীয় আসরের ফাইনাল ২৫ মার্চ। করাচীতে ফাইনালসহ দেশের মাটিতে পিএসএলের মোট তিনটি ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান। বাকি ম্যাচগুলো হবে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে। পিএসএলের ফাইনাল পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে বলে আগ থেকেই বলাবলি হচ্ছিল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় পিসিবি। ভেন্যু পরিদর্শনের পর ডিকাসনের এই ইতিবাচক ইঙ্গিত সত্যি হলে গত নয় বছরে সবচেয়ে হাই-পোফাইল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে করাচী। গত মৌসুমের চেয়ে এবার ম্যাচের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। গতবার ছিল সর্বমোট ২৪টি ম্যাচ।
×