ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর হ্যাটট্রিকে চনমনে রিয়াল

প্রকাশিত: ০৬:২৮, ১২ ফেব্রুয়ারি ২০১৮

রোনাল্ডোর হ্যাটট্রিকে চনমনে রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ সঠিক সময়েই জ্বলে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দু’দিন বাদেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ফরাসী পরাশক্তি প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বিরুদ্ধে আগুন লড়াই রিয়াল মাদ্রিদের। অব্যাহত বাজে পারফর্মেন্সের মধ্যে থাকা দলটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্প্যানিশ লা লিগায় দাপুটে জয় পেয়েছে। শনিবার রাতে নিজেদের মাঠে অতিথি রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা। সান্টিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ফিফা বর্ষসেরা তারকা রোনাল্ডো। আরেক ম্যাচে মালাগাকে ১-০ গোলে হারিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ের পরও শীর্ষে থাকা বার্সিলোনার চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। তবে রবিবার রাতে কাতালানরা জয় পেলে ব্যবধানটা আবারও ১৯ পয়েন্ট হবে। বর্তমানে ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে এ্যাটলেটিকো। গত রাতের ম্যাচের আগে ৫৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সা। পিএসজির বিরুদ্ধে চ্যাাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচের কথা চিন্তা করে রিয়াল কোচ জিনেদিন জিদান ওয়েলস তারকা গ্যারেথ বেল ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে মূল একাদশ থেকে বিশ্রাম দেন। এ দু’জনের পরিবর্তে একাদশে সুযোগ পান মার্কো এ্যাসেনসিও ও লুকাস ভাসকুয়েজ। জিদানের অধীনে অন্য যে কোন খেলোয়াড়ের থেকে ভাসকুয়েজ রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। আর এ কারণে কোচের আস্থার প্রতিদান দিতেই হয়তো প্রথম মিনিটেই রোনাল্ডোর ক্রস থেকে দলকে এগিয়ে দিতে ভুল করেননি ভাসকুয়েজ। ইনজুরির কারণে সোসিয়েদাদের সর্বোচ্চ গোলদাতা উইলিয়ান জোশে মাঠে ছিলেন না। বার্নাব্যুতে অতীত অভিজ্ঞতাও ততটুকু সুবিধা না হওয়ায় সোসিয়েদাদ প্রথম থেকেই যেন ব্যাকফুটে ছিল। ২৭ মিনিটে এ্যাসেনসিও ও মার্সেলোর সহায়তায় রোনাল্ডো ব্যবধান দ্বিগুণ করেন। ৩৪ মিনিটে টনি ক্রুস তার ট্রেডমার্ক কার্লিং শট ডান পায়ের জোরালো শটে দলের পক্ষে তৃতীয় গোল করেন। ৩৭ মিনিটে লুকা মডরিচের কর্নার থেকে রোনাল্ডো হেডের সাহায্যে নিজের দ্বিতীয় গোল করেন। করিম বেনজেমা ও রোনাল্ডোর শট পোস্টে না লাগলে বিরতির আগে ব্যবধান আরও বাড়াতে পারতো বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির পরে রিয়াল সমানভাবে নিজেদের আধিপত্য বজার রাখতে পারেনি। ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় জন বাতিস্তুতার গোলে এক গোল পরিশোধ করে সফরকারী সোসিয়েদাদ। ৮০ মিনিটে বেলের শট সোসিয়েদাদ গোলরক্ষক জেরোনিমো রুলি ধরতে ব্যর্থ হলে ফিরতি বলে রোনাল্ডো হ্যাটট্রিক পূরণ করেন। এই মৌসুমে এ নিয়ে লীগে ১১ নম্বর গোল করলেন সি আর সেভেন। এর মধ্যে শেষ চার ম্যাচে এসেছে সাত গোল। ৮৩ মিনিটে পোস্টের খুব কাছ থেকে মাদ্রিদের সাবেক মিডফিল্ডার আসিয়ের ইলারামেন্ডি অতিথিদের হয়ে আরেকটি গোল পরিশোধ করেন। এবারের মৌসুমে এখন পর্যন্ত নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা। তবে মৌসুমের মাঝামাঝিতে এসে লীগে এই বড় জয় স্বাভাবিকভাবেই রিয়ালকে উজ্জীবিত করে তুলবে। বিশেষ করে বুধবার পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে এই জয় তাদের জাগিয়ে তুলবে। ম্যাচ শেষে রিয়াল কোচ জিদান বলেন, সবসময়ই রোনাল্ডো একটা মানসিক পরিকল্পনা নিয়ে মাঠে নামে। সে গোলের জন্য খেলে। সে তিন গোল করে প্রমাণ করেছে পুরো ম্যাচে তার দিকেই তাকিয়ে থাকতে হবে। সে আরও এক থেকে দুটি গোল করতে পারতো। মৌসুমের শুরু থেকে লা লিগায় নিজেকে মেলে ধরতে ব্যর্থ সঠিক সময়েই স্বরূপে ফিরেছেন। এ জন্য কোচসহ সতীর্থরা খুশি। জিদানের মতে, খুব ভাল সময়ে জ্বলে উঠেছেন পর্তুগীজ ফরোয়ার্ড। চলতি লা লিগায় এ পর্যন্ত ১৮ ম্যাচে ১১ গোল করেছেন ৩৩ বছর বয়সী রোনাল্ডো। আর সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২৮ ম্যাচে ২৩ গোল। পরশু রাতে লীগে দ্রুততম গোলটি রিয়ালের নয় বরং তাদের নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদের। ফরাসী তারকা এ্যান্টোনিও গ্রিজম্যানের ৩৯ সেকেন্ডে করা গোলে মালাগার বিরুদ্ধে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়াগো সিমিওনের দল।
×