ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মহিলা ক্রীড়া সংস্থায় খেলাধুলা প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬:৪২, ৬ ফেব্রুয়ারি ২০১৮

মহিলা ক্রীড়া সংস্থায় খেলাধুলা প্রশিক্ষণ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থানীয় পর্যায়ে নিয়মিতভাবে মহিলাদের সাঁতার, এ্যারোবিক্স, জুডো, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হ্যান্ডবল ও বাস্কেটবল প্রশিক্ষণ আয়োজন করা হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে ৫ বছরের ওপরে যেকোন বয়সের মহিলারা এসব প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। প্রশিক্ষণ সমূহের সময়সূচীÑ সাঁতার ও এ্যারোবিক্স প্রশিক্ষণ সপ্তাহে ৬ দিন (শুক্রবার ছাড়া), জুডো, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও বাস্কেটবল প্রশিক্ষণ সপ্তাহে ৩ দিন এবং হ্যান্ডবল প্রশিক্ষণ শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হয়ে থাকে। শীতকালীন ছুটির পর আগামী ১ মার্চ থেকে আবারও সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। প্রশিক্ষণার্থীদের ভর্তির জন্য দুই কপি ছবি (১ কপি পাসপোর্ট সাইজ ও ১ কপি স্ট্যাম্প সাইজ), জাতীয় পরিচয়পত্রের কপি অথবা পাসপোর্টের কপি (শিশুদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের কপি) সঙ্গে নিয়ে আসতে হবে। প্রয়োজনীয় অন্যান্য তথ্যাবলী এবং ভর্তির জন্য বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অফিসে যোগাযোগ করতে অনুরোধ করতে হবে।
×