ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরিয়ন টেস্টে বিতর্কিত একাদশ, বিপাকে ভারত

প্রকাশিত: ০৬:১৭, ১৪ জানুয়ারি ২০১৮

সেঞ্চুরিয়ন টেস্টে বিতর্কিত একাদশ, বিপাকে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ কেপটাউনে লজ্জার হারের পর দেয়ালে পিঠ ঠেকে গেছে ভারতের। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে দ্বিতীয় টেস্টে জিততেই হবে বিরাট কোহলিদের। সেখানে শুরুতেই বিপাকে সফরকারীরা। সেঞ্চুরিয়নে টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শনিবার প্রথমদিন তৃতীয় সেশনে এ রিপোর্ট লেখার সময় ৬ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ২৬০ রান। ব্যক্তিগত ৯৪ রানে আউট হয়েছেন ওপেনার এইডেন মার্করাম। ৭৯ রান নিয়ে ব্যাট করছিলেন হাসিম আমলা। অবশ্য বিতর্কিত একাদশ নিয়ে মাঠে নেমেই সমালোচনায় বিদ্ধ টিম-ইন্ডিয়া। শিখর ধাওয়ান ও ঋদ্ধিমান সাহার পরিবর্তে সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল ও পার্থিব প্যাটেল। বড় বিতর্কটা তৈরি হয়েছে ভুবনেশ্বর কুমার বাদ পড়ায়। প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করেছিলেন প্রতিভাবান এই পেসার। দ্বিতীয় টেস্টে কে থাকবেন, কে থাকবেন না, তা নিয়ে কোহলিদের সিদ্ধান্ত যে এতটা অপ্রত্যাশিত হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। দুর্ধর্ষ প্রোটিয়া-বাহিনীর বিরুদ্ধে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় টেস্টে যে দল মাঠে নামিয়েছে, তার মূল চমক ভুবনেশ্বরের অনুপস্থিতি। বিদেশের মাঠে ধারাবাহিকভাবে সফল ভুবি। ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়াÑ যেখানেই খেলেছেন, সেখানেই সাফল্য পেয়েছেন এই পেসার। কেপ টাউনের প্রথম টেস্টেও ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। কিন্তু ভাল পারফর্মেন্স সত্ত্বেও সেঞ্চুরিয়ন টেস্টে সুযোগ পাননি ভুবনেশ্বর। ভুবির পরিবর্তে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ইশান্ত শর্মা। ভুবি সুযোগ না পাওয়ায় অবাক হয়েছেন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার এ্যালান ডোনাল্ডও।
×