ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পঞ্চম এ্যাশেজ টেস্ট, সিডনি

রুটের আউটে দিনটা ইংল্যান্ডের হলো না

প্রকাশিত: ০৬:০৭, ৫ জানুয়ারি ২০১৮

রুটের আউটে দিনটা ইংল্যান্ডের হলো না

স্পোর্টস রিপোর্টার ॥ দিনের শুরুটা আর শেষটা ভাল হয়নি। কিন্তু মাঝে দারুণ সময় কাটিয়েছে সফরকারী ইংল্যান্ড। ইতোমধ্যেই এ্যাশেজ হাতছাড়া হলেও সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে জয় দিয়ে শেষ করার লক্ষ্য ইংলিশদের। কিন্তু প্রথমদিনের শেষ ভাগে দারুণ ব্যাট করা অধিনায়ক জো রুট সাজঘরে ফেরাতে সফলভাবে শেষ হতে পারেনি সফরকারীদের। রুট-ডেভিড মালান ১৩৩ রানের জুটি গড়ে ভাল অবস্থানে নিয়ে যাচ্ছিলেন দলকে। কিন্তু ইংল্যান্ড অধিনায়ক ৮৩ রান করার পর তাকে মিচেল স্টার্ক শিকার করলে স্বাগতিক অস্ট্রেলিয়াই সন্তুষ্টি চিত্তে মাঠ ছেড়েছে। প্রথমদিন শেষে সিডনি টেস্টে ৫ উইকেটে ২৩৩ রান তুলেছে ইংল্যান্ড। দিনের ৮ ওভার ২ বল বাকি থাকতেই খেলা শেষ হয়ে যায় শুরুতেই বৃষ্টির দাপটে বিলম্ব হওয়ায়। মালান ৫৫ রানে ব্যাট করছেন। জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স দুটি করে উইকেট নিয়েছেন। সিডনিতে ইংল্যান্ডের জন্য অন্যরকম এক লড়াই। ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও চতুর্থ টেস্টে জয়ের স্বপ্ন জাগিয়েও ড্র করেছিল তারা। এবার সেই অধরা জয়টাকেই প্রত্যাশা করছে রুটের দল। কিন্তু বিঘœ ঘটিয়েছে দিনের প্রথমেই বৃষ্টি। আবহাওয়া যেমনই হোক টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি পাওয়া এ্যালিস্টার কুক বেশ সতর্কভাবেই শুরু করেছিলেন, তবে তার সঙ্গী মার্ক স্টোনম্যান ছিলেন কিছুটা মেজাজি। ২৪ বলে ২৪ রান করার পর তার মেজাজটাকে ঠা-া করেছেন কামিন্স উইকেটের পেছনে তাকে ক্যাচে পরিণত করে। জেমস ভিন্সের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন কুক। তবে ভিন্সও এরপর ২৫ রান করে কামিন্সের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন। পরে কুকও অধিনায়ক রুটের সঙ্গে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। তিনি ফিরে গেছেন ৩৯ রান করার পর হ্যাজলউডের বলে এলবিডব্লিউ’র ফাঁদে আটকে। ৯৫ রানে তিন টপঅর্ডার বিদায় নেয়াতে বিপর্যয়ের ছবিটাই ভাসছিল ইংলিশ শিবিরে। কিন্তু রুটের সঙ্গে লড়াইয়ে দারুণ সতীর্থ ছিলেন মালান। দু’জনে চতুর্থ উইকেটে ১৩৩ রান যোগ করে পরিস্থিতি বেশ ভালর দিকে নিয়ে যান। অসি বোলাররা প্রায় দেড় সেশন কোন সুযোগ তৈরি করতে পারেননি। রুটের অর্ধশতকটি ক্রমেই বড় হচ্ছিল আর ইংল্যান্ডও দারুণ একটি সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে। তবে ৮১তম ওভারে নতুন বল হাতে নিয়েই গতির তারকা স্টার্ক দিনের সেরা সাফল্যটাই এনে দেন অস্ট্রেলিয়াকে। তিনি ফিরিয়ে দেন রুটকে। ফুল লেন্থের সুইংগিং বলে ফ্লিকটা খারাপ র্ছিল না ইংলিশ অধিনায়কের। কিন্তু মিচেল মার্শ ছিলেন অনেক বেশি তৎপর। তিনি দুর্দান্ত এক ঝাঁপ দিয়ে ক্যাচে পরিণত করে ফিরিয়ে দেন ১৪১ বলে ৮ চারে ৮৩ রান করা রুটকে। পরের ওভারেই ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান জিমি বেয়ারস্টোকে শিকার করে ইংল্যান্ডকে কোণঠাসা করে ফেলেন হ্যাজলউড। এরপরই দিনের খেলা শেষ হয়ে যায়। মালান দুর্দান্ত খেলেছেন এবং দিনশেষে একমাত্র আশার আলো হয়ে টিকে আছেন ৫৫ রান করে। ১৬০টি বল খেলেছেন তিনি চরম ধৈর্য দেখিয়ে। শুধু রুটের বিদায়টা না ঘটলে দিনটা হতে পারতো ইংল্যান্ডের। আজ দ্বিতীয়দিনে মালানের সঙ্গে যুদ্ধ করার জন্য উপযুক্ত হিসেবে শুধু মঈন আলীর ব্যাটটাই আছে। তারা কতদূর এগিয়ে নিতে পারবেন সংগ্রহটাকে সেটা দিনের শুরুতেই বোঝা যাবে। বৃষ্টিতে বিঘ্নিত হওয়ায় প্রায় ৯ ওভার কম খেলা হয়েছে সফরকারীদের বোর্ডে ২৩৩ রান ৫ উইকেট হারিয়ে। অস্বস্তিটা তাই ইংল্যান্ডের তাঁবুতেই আর স্বাগতিক অসিরা বেশ ফুরফুরে মেজাজেই মাঠ ছেড়েছে। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস- ২৩৩/৫; ৮১.৪ ওভার (রুট ৮৩, মালান ৫৫*, কুক ৩৯, ভিন্স ২৫, স্টোনম্যান ২৪, বেয়ারস্টো ৫; কামিন্স ২/৪৪, হ্যাজলউড ২/৪৭, স্টার্কি ১/৬৩)। *প্রথমদিন শেষে।
×