ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

ফরাশগঞ্জকে হারাল মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ০৪:৩০, ২ জানুয়ারি ২০১৮

ফরাশগঞ্জকে হারাল মুক্তিযোদ্ধা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে সোমবারের দ্বিতীয় খেলায় জিতেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা ১-০ গোলে হারায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের আব্বাস ইনুশা ম্যাচের ৫২ মিনিটে একমাত্র গোলটি করেন। ইনজুরি সময়ে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ থেকে বহিষ্কৃত হন মুক্তিযোদ্ধার নাজমুল ইসলাম রাসেল। এতে অবশ্য জয় পেতে সমস্যা হয়নি মুক্তির। এই জয়ে রেলিগেশনের লড়াইয়ে ‘কিঞ্চিৎ’ নিরাপদ স্থানে আছে মুক্তিযোদ্ধা। ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দশম থেকে নবম স্থানে উঠে এলো তারা। তাহসিনের জয় মুম্বাই দাবায় স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠানরত আইআইএফএল ওয়েলথ মুম্বাই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ২ খেলায় দেড় পয়েন্ট, গ্র্যান্ডমাস্টার জিয়া এবং মাসুম রাহী এক পয়েন্ট করে অর্জন করেছেন। দ্বিতীয় রাউন্ডের খেলায় শাকিল ভারতের জেন নিতইয়াতার সঙ্গে, জিয়া ভারতের সুরেনদ্রানের সঙ্গে ড্র করেন। রাহী ভারতের এসকে কনিস্কের কাছে এবং আবুল কাশেম ভারতের বেঙ্গ আথারবার কাছে হেরে যান। একই সঙ্গে অনুষ্ঠানরত স্কুল দাবায় (অ-১৩) বাংলাদেশের তাহসিন তাজওয়ার জিয়া ৩ খেলায় আড়াই পয়েন্ট পেয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় রাউন্ডে তাহসিন ভারতের শেখ সামির আরস্কে হারায়। মার্সেল দাবা লীগের শীর্ষে তিন ক্লাব স্পোর্টস রিপোর্টার ॥ মার্সেল প্রথম বিভাগ দাবা লীগের তৃতীয় রাউন্ডের খেলা শেষে হাসান মেমোরিয়াল চেস ক্লাব, ইসফট এরিনা চেস ক্লাব ও সোনারগাঁও চেস ক্লাব ৬ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুণœ রেখেছে। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে অবস্থিত দাবা ক্রীড়াকক্ষে তৃতীয় রাউন্ডের খেলায় ইসফট এরিনা চেস ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে, সোনারগাঁ চেস ক্লাব ৩-১ পয়েন্টে অগ্রণী ব্যাংক লিঃ দাবা দলকে, হাসান মেমোরিয়াল চেস ক্লাব ৩-১ পয়েন্টে মহাখালী প্রদীপ সংঘকে, বসির মেমোরিয়াল চেস ক্লাব ৪-০ পয়েন্টে মীর চেস ক্লাবকে, দেবদাস বিশ^াস স্মৃতি সংসদ ৩.৫-০.৫ পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে হারায়।
×