ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, অভিনন্দন জানালেন কিংবদন্তি ফার্গুসন, ওয়েস্টব্রুমউইচ ১-১ আর্সেনাল

ওয়েঙ্গারের রেকর্ডের ম্যাচে আর্সেনালের হোঁচট

প্রকাশিত: ০৪:২৭, ২ জানুয়ারি ২০১৮

ওয়েঙ্গারের রেকর্ডের ম্যাচে আর্সেনালের হোঁচট

স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাস গড়েছেন তারকা কোচ আর্সেন ওয়েঙ্গার। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে কোচ হিসেবে সর্বোচ্চ ৮১১টি ম্যাচে দায়িত্ব পালন করার গৌরবময় রেকর্ড গড়েছেন আর্সেনালের ফরাসী কোচ। আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্যার এ্যালেক্স ফার্গুসনকে স্পর্শ করার পর রবিবার রাতে তাকে ছাড়িয়ে যান ওয়েঙ্গার। তবে ফরাসী গ্রেটের মাইলফলকের ম্যাচে আলো ছড়াতে পারেনি আর্সেনাল। অনুজ্জ্বল পারফর্মেন্স প্রদর্শন করে ওয়েস্টব্রুমউইচ এ্যালবিওনের মাঠে ১-১ গোলে ড্র করেছে গানার্সরা। গোলশূন্য ড্র হতে যাওয়া ম্যাচের শেষ দিকে উপহার গোলে জয়ের স্বপ্ন বুনতে থাকে আর্সেনাল। তবে ম্যাচ শেষের এক মিনিট আগে পেনাল্টি থেকে সমতা ফেরায় ওয়েস্টব্রুমউইচ। ঘটনাবহুল ম্যাচ শেষে মাইলফলক নিয়ে খুশি হলেও দলের পারফর্মেন্সে বিরক্ত প্রকাশ করেন ওয়েঙ্গার। এর ফলে ২০১৭ সালের শেষটাও বাজে হয়েছে সানচেজ, ওজিলদের। এ ড্রয়ে ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্র করা ম্যানচেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে আর্সেনাল। তবে পাল্টা দুই আক্রমণে শুরুতেই গোলের সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি। ম্যাচের ২৮ মিনিটে প্রতিপক্ষ শিবিরে প্রথম শট নেন আর্সেনালের জাকা। তবে তার শট ফেরাতে কোন সমস্যা হয়নি স্বাগতিক গোলরক্ষকের। দুই মিনিট পর আইয়োবির বুলেট গতির শট কর্নারের বিনিময়ে প্রতিহত করেন স্বাগতিক গোলরক্ষক। প্রথমার্ধে বলার মতো আর কোন আক্রমণ করতে পারেনি সফরকারী আর্সেনাল। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ওয়েঙ্গারের দল। ম্যাচের ৬০ মিনিটে লাকাজেট ও ৬৩ মিনিটে সানচেজকে হতাশ করেন ওয়েস্টব্রুম গোলরক্ষক। অবশেষে ম্যাচের ৮৩ মিনিটে গোলের দেখা পায় আর্সেনাল। ওয়েস্টব্রুমের এক খেলোয়াড় সানচেজকে ফাউল করলে ফ্রিকিক পায় অতিথিরা। চিলির ফরোয়ার্ডের শট ম্যাকলিনের পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়। ম্যাচের শেষ দিকে সমতায় ফেরে স্বাগতিকরা। ৮৯ মিনিটে ডি বক্সের মধ্যে গিবসের শট ক্যালাম চেম্বার্সের হাতে লাগলে স্পটকিক দেন রেফারি। পেনাল্টিতে গোল করে দলকে সমতায় ফেরান রড্রিগুয়েজ। ৬৮ বছর বয়সী ওয়েঙ্গার ১৯৯৬ সালে আর্সেনালে যোগ দেন। তার অধীনে প্রথম দশ বছর আর্সেনাল তিনটি লীগ শিরোপা ছাড়াও চারটি এফএ কাপের শিরোপা জয় করে। এরপর থেকেই ইংলিশ ফুটবলে শিরোপা অর্জনের দিক থেকে অন্যতম সফল কোচ হিসেবে ওয়েঙ্গারকে বিবেচনা করা শুরু হয়। কিন্তু ধীরে ধীরে তার এই কীর্তি ম্লান হতে থাকে ফার্গুসনের আবির্ভাবে। ইউনাইটেডের হয়ে ফার্গুসন ও লিভারপুলের বব পেইসলির কাছে নিজের সফলতার অবস্থান হারাতে থাকেন ওয়েঙ্গার। তবে বৃহস্পতিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে ওয়েঙ্গার কোচ হিসেবে ফার্গুসনের রেকর্ড স্পর্শ করেছিলেন। এরপর পরশু রাতে ম্যানইউ কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন। তবে এসব নিয়ে মোটেও ভাবছেন না তিনি। ম্যাচ শেষে ওয়েঙ্গার দলের পারফর্মেন্সের দিকেই গুরুত্ব দিয়েছেন। ওয়েঙ্গার বলেন, এই পারফর্মেন্স মোটেও সন্তোষজনক নয়। আমাদের ধারাবাহিকতা থাকছে না। বড়দিনের পর আমাদের ভিন্ন চিন্তা ছিল। কিন্তু সেটা মাঠে প্রতিফলিত হয়নি। টাইট সিডিউল নিয়েও বিরক্তি প্রকাশ করেন ফরাসী গ্রেট। বলেন, এত বেশি ম্যাচ খেলতে হয় ছেলেদের যে, ওদের দোষারোপ করা চলে না। রেফারিং নিয়েও অসন্তোষের কথা জানান তিনি। ওয়েঙ্গার বলেন, এটা পেনাল্টি হতে পারে না। কারণ হ্যান্ডবলটা ইচ্ছাকৃত ছিল না। ফার্গুসনকে টপকানো প্রসঙ্গে বলেন, এটা অনেক বড় অর্জন। ভাবতে ভাল লাগছে যে, আমি এত ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছি। এজন্য সবার প্রতি কৃতজ্ঞ। আশা করি আর্সেনালের সঙ্গে আমার এ সম্পর্ক বজায় থাকবে। যে কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন সেই ফার্গুসনও অভিনন্দন জানিয়েছেন ওয়েঙ্গারকে। স্যার ফার্গি বলেন, প্রিমিয়ার লীগে কোচ হিসেবে আমার ৮১০ ম্যাচে দায়িত্ব পালনের রেকর্ড ভাঙ্গায় আর্সেনকে অভিনন্দন। এটি অসাধারণ এক মাইলফলক। যেটি অর্জন করতে উচ্চমাত্রার আত্মনিবেদন এবং পেশাদারিত্ব বজায় রাখতে হয়েছে। তার এই রেকর্ড ভাঙবে বলে আমার মনে হয় না।
×