ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি২০ আজ

বর্ষবরণের প্রত্যয় জয় দিয়ে

প্রকাশিত: ০৬:০৮, ১ জানুয়ারি ২০১৮

বর্ষবরণের প্রত্যয় জয় দিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছর ২০১৮-এর প্রথম দিনেই আজ দ্বিতীয় টি২০তে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ২-০তে টেস্ট সিরিজ এবং ৩-০ তে ওয়ানডের পর প্রথম টি২০তেও দাপুটে জয় পেয়েছে স্বাগতিক কিউইরা। দ্বিতীয়টিতে জয়ের পাশাপাশি বছরের প্রথম দিবসে ছোট্ট ফরমেটের সিরিজটাও নিশ্চিত করতে চায় কেন উইলিয়ামসনের দল। তবে প্রতিপক্ষ শিবিরে ক্রিস গেইলের মতো ভয়ঙ্কর ব্যাটসম্যান আছেন বলে সতর্ক রঙিন পোশাকে দুটি ম্যাচে বিশ্রামের পর ফেরা ব্ল্যাক-ক্যাপস অধিনায়ক। অন্যদিকে সিরিজ বাঁচিয়ে রাখতে জয় চায় সফরকারী উইন্ডিজও। তবে টানা হারের বৃত্ত ভাঙতে সতীর্থদের সামর্থ্যরে সর্বোচ্চটা দিতে হবে বলে মনে করেন ছোট্ট ফরমেটের ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট। মাউন্ট মাঙ্গানিউয়ের বে ওভালে আজ নতুন বছরের একমাত্র আন্তর্জাতিক ম্যাচটা শুরু বাংলাদেশ সময় বেলা বারোটায়। টেস্ট ও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচের টি২০ লড়াই শুরু করে নিউজিল্যান্ড। নেলসনের প্রথম ম্যাচেই ক্যারিবীয়দের হারের লজ্জা দেয় কিউইরা। ৪৭ রানের ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান করে স্বাগতিকরা। গ্লে ফিলিপস ৫৫ ও কলিন মুনরো ৫৩ রান করেন। জবাবে ১৯ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আন্দ্রে ফ্লেচার। নিউজিল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা সেত রেন্স ও ভারপ্রাপ্ত অধিনায়ক টিম সাউদি ৩টি করে উইকেট নেন। প্রথম টি২০ ম্যাচে দলের পারফরমেন্স মাঠের বাইরে বসেই দেখেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্রামে থাকার কারণে উইলিয়ামসনের জায়গায় দলের নেতৃত্ব দেন পেসার সাউদি। দলে ফেরায় শেষ দু’ম্যাচে দলের নেতৃত্ব দিবেন উইলিয়ামসনই।
×