ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ উইন্ডিজ

প্রকাশিত: ০৫:৫১, ২৭ ডিসেম্বর ২০১৭

ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টের মতো ওয়ানডেতেও পাত্তা পেল না ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চাশ ওভারের ম্যাচে স্বাগতিক কিউইদের কাছে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ হলো জেসন হোল্ডারের দল। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডার্কওয়ার্থ লুইস (ডি-এল) পদ্ধতিতে ৬৬ রানের বড় ব্যবধানে হেরে গেছে ক্যারিবীয়রা। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে নিউজিল্যান্ডের ইনিংসের (প্রথম) সময় বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৩ ওভারে। ৪ উইকেটে ১৩১ রান করে টসে জিতে ব্যাটিং নেয় স্বাগতিকরা। ডি-এল পদ্ধতিতে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৬৬ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির বিধ্বংসী পেস আক্রমণের মুখে ৯ উইকেট হারিয়ে ৯৯ রানের বেশি তুলতে পারেনি সফরকারীরা। বোলারদের দাপটের দিনে অপরাজিত ৪৭ রানের দায়িত্বশীল ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন অভিজ্ঞ রস টেইলর। সিরিজসেরা বোল্ট। চারবার বৃষ্টি বাগড়া দেয়া ম্যাচে নিউজিল্যান্ডের শুরুটাও ভাল ছিল না। হোল্ডার ও শেলডন কটরেলের গতির তোপের মুখে ২৬ রানের মধ্যে সাজঘরে ফেরেন টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান জর্জ ওয়ার্কার (২), নেইল ব্রুম (২) ও কলিন মুনরো (২১)। এরপরই কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া টম লাথামের সঙ্গে রস টেইলরের ৭৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বাঁহাতি-অর্থোডক্স স্পিনার নিকিতা মিলারের ঘূর্ণিবলে স্টাম্পড হয়ে শেষ হয় লাথামের ৩৭ রানের ইনিংস। শেষের দিকে ১২ বলে তিনটি চারে ১৮ রানে অপরাজিত থাকেন হেনরি নিকোলস। ঘোরতর বিপদের মাঝে ম্যাচসেরা টেইলর ৬টি চারে অপরাজিত ৪৭ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন। ২৩ ওভারে ৪ উইকেটে ১৩১-এ থামে কিউইদের সংগ্রহ। ক্যারিবীয়দের হয়ে কটরেল নেন ২ উইকেট। রান তাড়ায় মুখ থুবড়ে পড়ে উইন্ডিজের ব্যাটিং-লাইন। ৪ ওভারের মধ্যে মাত্র ৯ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারায় অতিথিরা। হেনরি ফিরিয়ে দেন ক্রিস গেইল (৪) ও কাইল হোপকে (২)। সিরিজসেরা ট্রেন্ট বোল্টের শিকার চ্যাডউইক ওয়ালটন, শাই হোপ ও জেসন মোহাম্মদ। সেখান থেকে দলকে টেনে তুলতে পারেননি কেউ। জেসন হোল্ডার, নিকিতা মিলারের ব্যাটে পরাজয়ের ব্যবধান কমেছে কেবল। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ৩ উইকেট নেন ১৫ রানে। বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট ১৮ রানে নেন ৩ উইকেট। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পথে ৭ উইকেট নিয়েছিলেন এই তারকা পেসার। স্কোর ॥ নিউজিল্যান্ড : ২৩ ওভারে ১৩১/৪ (ওয়ার্কার ২, মুনরো ২১, ব্রুম ২, টেইলর ৪৭*, ল্যাথাম ৩৭, নিকোলস ১৮*, কট্রেল ২/১৯, হোল্ডার ১/২১, মিলার ১/২৬, গ্যাব্রিয়েল ০/৩৭, নার্স ০/২৬)। ওয়েস্ট ইন্ডিজ : (লক্ষ্য ১৬৬) ২৩ ওভারে ৯৯/৯ (গেইল ৪, ওয়ালটন ০, শেই ২, কাইল ১, মোহাম্মদ ১, হোল্ডার ৩৪, পাওয়েল ১১, নার্স ১, মিলার ২০*, কট্রেল ৩, গ্যাব্রিয়েল ১২*; হেনরি ২/১৮, বোল্ট ৩/১৮, ফার্গুসন ০/২৪, স্যান্টনার ৩/১৫, এ্যাস্টল ১/২৪)। ফল ॥ নিউজিল্যান্ড ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৬৬ রানে জয়ী। সিরিজ ॥ তিন ওয়ানডের সিরিজ নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ ॥ রস টেইলর (নিউজিল্যন্ড)। ম্যান অব দ্য সিরিজ ॥ ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।
×