ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আজ এনসিএলের ষষ্ঠ রাউন্ড শুরু

প্রকাশিত: ০৬:০৯, ২০ ডিসেম্বর ২০১৭

আজ এনসিএলের ষষ্ঠ রাউন্ড শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হচ্ছে আজ। এদিন প্রথম স্তরের খেলায় বিকেএসপিতে মুখোমুখি হবে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ। রাজশাহীতে খেলবে বরিশাল বিভাগ ও রংপুর বিভাগ। লীগে দ্বিতীয় স্তরের খেলায় ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রাজশাহী বিভাগ। ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিলেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে চট্টগ্রাম। এ ম্যাচগুলোর পরই আট দলের লড়াই শেষ হয়ে যাবে। লীগের পঞ্চম রাউন্ড শেষ হয়েছে। ১৬ অক্টোবর পঞ্চম রাউন্ড শেষ হওয়ার পর দীর্ঘ দুইমাস চলে যায়। কিন্তু এনসিএলের আর একটি রাউন্ডও অনুষ্ঠিত হয়নি। অবশেষে আজ ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হবে। সামনে দেশের মাটিতে শ্রীলঙ্কা সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ আছে। এ জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে প্রস্তুত করতে হবে। তাই কোন খেলাই মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে না। বিপিএলের জন্য এনসিএলের শেষ রাউন্ড এতদিন মাঠে গড়ায়নি। বিপিএল শেষে আজ সেই রাউন্ড শুরু হচ্ছে। অবশ্য বিপিএলের আগে চাইলেও ষষ্ঠ রাউন্ড শেষ করা যেত। ১৬ অক্টোবর পঞ্চম রাউন্ড শেষ হওয়ার পর বিপিএল শুরু হয়েছে ৪ নবেম্বর। এর মধ্যে এনসিএলের একটি ম্যাচ শেষ হতেই পারত। সেই ম্যাচটি বুধবার থেকে শুরু হয়ে শনিবারই শেষ হয়ে যাবে। শেষ রাউন্ডে জাতীয় দলের সব তারকা ক্রিকেটার থাকবেন না। বিপিএল শেষে জাতীয় দলের অনেক ক্রিকেটারই বিশ্রাম পেয়েছেন। যদিও শেষ রাউন্ডে খেলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিশ্রামের সিদ্ধান্তই হয়তো চূড়ান্ত থাকবে। তবে তাসকিন আহমেদদের মতো ক্রিকেটাররা শেষ রাউন্ডে খেলতে পারেন। নিজেদের ভালভাবে প্রস্তুত করতেই খেলবেন তারা। আর রাজশাহীতে মুশফিকুর রহীম, সাব্বির রহমান রুম্মন, তাইজুল ইসলামরা খেলতে পারেন। লীগে এখন পর্যন্ত সুবিধাজনক স্থানে আছে খুলনা বিভাগ। প্রথম স্তরে চ্যাম্পিয়ন হওয়ার পথে আছে দলটি। তবে খুলনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ঢাকা, রংপুর। বরিশালও বিশেষ কিছু করে দেখালে নাটক মিলতে পারে। খুলনার ১৬ পয়েন্ট রয়েছে। সেখানে ঢাকা ও রংপুরের পয়েন্ট ১০ করে। বরিশালের পয়েন্ট ৮। খুলনারই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বেশি। প্রথম স্তর থেকে একটি দল হবে চ্যাম্পিয়ন। দুটি দল আগামী মৌসুমে অর্থাৎ ২০তম আসরে প্রথম স্তরে খেলার যোগ্যতা বজায় রাখবে। পয়েন্ট তালিকায় নিচে থাকা দল আগামী মৌসুমে দ্বিতীয় স্তরে নেমে যাবে। এখন পর্যন্ত বরিশালেরই সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। আট দলের খেলায় দ্বিতীয় স্তরেও চারটি দল রয়েছে। রাজশাহী দ্বিতীয় স্তরের শীর্ষস্থানে রয়েছে। ২৩ পয়েন্ট পেয়েছে দলটি। ধরাছোঁয়ার বাইরেও আছে। এ স্তরে দ্বিতীয় স্থানে আছে সিলেট (১২ পয়েন্ট)। তৃতীয় স্থানে চিটাগং (৮ পয়েন্ট) ও চতুর্থ স্থানে ঢাকা মেট্রো (৮ পয়েন্ট) রয়েছে।
×