ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভারতের শুভসূচনা ভুটানকে হারিয়ে

সাফ অনুর্ধ-১৫ মহিলা ফুটবল ॥ ভারত ৩-০ ভুটান

প্রকাশিত: ০৫:৪৮, ১৮ ডিসেম্বর ২০১৭

সাফ অনুর্ধ-১৫ মহিলা ফুটবল ॥ ভারত ৩-০ ভুটান

স্পোর্টস রিপোর্টার ॥ ‘যে স্কোরলাইনে জিতেছি, তা মন্দ নয়। আমি সন্তুষ্টই। তবে আমরা এত বেশি গোল করার সুযোগ নষ্ট করেছি যে, ওগুলো যদি কাজে লাগাতে পারতাম তাহলে অন্তত ১৫-০ গোলে জিততে পারতাম।’ ভারত অ-১৫ জাতীয় মহিলা দলের কোচ মায়মল রকির ভাষ্য এটি। তার কথাতেই পরিষ্কার ভারত জিতেছে। রবিবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সাফ অ-১৫ মহিলা চাম্পিয়নশিপে’র প্রথম আসরের প্রথম খেলাতে জিতে শুভসূচনা করেছে ভারত। তারা ৩-০ গোলে হারায় ভুটানকে। বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধেই সবগুলো গোল করে। খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড় ও রেফারিদের সঙ্গে পরিচিত হন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সদস্য বিজন বড়ুয়া ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল। মজার ব্যাপার দুই দলের অধিনায়কই (দু’জনের নামই বেশ ইন্টারেস্টিং, ভারতের বন্যা কবিরাজ, ভুটানের সোনম চোদেন) মিডফিল্ডার, উভয়েরই জার্সি নম্বর ৭ এবং খেলায় তারা কেউই গোল করতে পারেনি। ম্যাচে ভারত একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ভুটান প্রতিরোধ গড়ে তোলে। কৃতিত্বস্বরূপ এই অর্ধে কোন গোল হজম করেনি তারা। তবে গোলও করতে পারেনি। ৪ মিনিটেই গোল করে এগিয়ে যায় ভারত। মিডফিল্ডার কৃতিনা দেবী থাওনাওজাম বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে পরাভূত করে ভুটানি গোলরক্ষক কর্মা যুদেনকে (১-০)। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা ফরোয়ার্ড প্রিয়াঙ্কা দেবী নাওরেমের পেনাল্টি থেকে লক্ষ্যভেদের মাধ্যমে (২-০)। ২০ মিনিটে কৃতিনা মাঝ মাঠ থেকে লম্বা থ্রু বাড়ায়। সেই বল ধরে ডি-বক্সের প্রায় ২০ গজ দূর থেকে ডান পায়ের তীব্র দূরপাল্লার শটে ডিফেন্ডার প্রতীক্ষা লাক্রা আরেকটি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০ (ম্যাচসেরার পুরস্কার পায় প্রিয়াঙ্কা)। প্রথমার্ধে এই স্কোরলাইনেই বিরতিতে যায় দুই দল। ভুটানের গোলরক্ষক কর্মা তিন গোল হজম করলেও তার নৈপুণ্য ছিল প্রশংসনীয়। কারণ সে ভারতের বেশকটি আক্রমণ অসাধারণ দক্ষতায় রুখে দেয়, নইলে হারের ব্যবধান আরও বড় হতে পারতো। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয়নি।
×