ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ছুরিকাঘাতে আওয়ামী লীগ কর্মী খুন

প্রকাশিত: ০৫:২০, ১৭ ডিসেম্বর ২০১৭

ছুরিকাঘাতে আওয়ামী লীগ কর্মী খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মিলন (২৭) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। নিহত মিলন উক্ত উপজেলার কাটাখাল এলাকার আলমগীর হোসেনের ছেলে। শনিবার দুপুরে ঝিকরগাছার কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার পুলিশ জানায়, শনিবার দুপুরে আওয়ামী লীগ কর্মী মিলন নিজ বাড়ি কাটাখাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, পেটে উপর্যুপরি ছুরিকাঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ঝিকরগাছা থানার পুলিশ জানায়, মিলন হত্যাকা-ের ঘটনায় কারা জড়িত তা শনাক্ত ও জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
×