ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লীগপর্বে ব্যাটে সেরা বিদেশীরা, বোলিংয়ে দেশীরা

প্রকাশিত: ০৪:২৫, ৯ ডিসেম্বর ২০১৭

লীগপর্বে ব্যাটে সেরা বিদেশীরা, বোলিংয়ে দেশীরা

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ পঞ্চম আসর। গত ৩২ দিনে এবার তিন ভেন্যুতে লীগপর্বে মোট ৪২ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৭ দলের অংশগ্রহণে এবারের বিপিএলে লীগপর্ব শেষে সেরা চারের লড়াইয়ে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। এই দীর্ঘ লড়াইয়ের পর ব্যাটে-বলের লড়াইয়ে দেশী ও বিদেশী ক্রিকেটারদের কাছ থেকে বেশ কিছু দারুণ নৈপুণ্য বেরিয়ে এসেছে। অবশ্য ব্যাটিংয়ে বিদেশীদের দাপট দেখা গেছে। লীগপর্ব শেষে রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে মাত্র একজন দেশী ব্যাটসম্যান। আর বোলিং নৈপুণ্যে বেশ দাপট দেখিয়েছে দেশের বোলাররা। উইকেট শিকারের দিক থেকে সর্বাধিক উইকেট শিকারের দিক থেকে সেরা ছয়ে আছে বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন। আর ব্যাটিংয়ে ১২ ম্যাচে রবি বোপারা ৩৬৫ রান করে সবার ওপরে। এবার বিপিএলের শুরুর দিকে দেশী ক্রিকেটাররা পিছিয়ে ছিলেন বিদেশীদের চেয়ে। পারফর্মেন্সে কোনভাবেই সমানতালে এগিয়ে যেতে পারছিলেন না দেশের ক্রিকেটাররা। এর পেছনে প্রতিদিনের ম্যাচের একাদশে ৫ বিদেশী খেলানোটাকেই বড় কারণ হিসেবে দাবি করেছিলেন অনেকে। এমনকি দেশের ক্রিকেটাররা অভিযোগ করেন গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে ৫ বিদেশী ক্রিকেটাররা সুযোগ পাওয়াতে দেশীরা নিজেদের মেলে ধরার যথেষ্ট সুযোগ পাচ্ছেন না। তবে এবার খুলনা টাইটান্সের কোচ হিসেবে আসা শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধনে অবশ্য দাবি করেছিলেন, এতে করে দেশের সেরা খেলোয়াড়রাই সুযোগ করে নেবে। যারা সেরা খেলোয়াড় তারা সবধরনের প্রতিকূলতার মধ্যেও নিজেদের মেলে ধরবে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেটার সত্যতা মিলেছে। বিশেষ করে বোলিংয়ে শুরু থেকেই বিদেশীদের সঙ্গে সমানে সমান লড়েছে দেশের ক্রিকেটাররা। আর ব্যাটিংয়ে শুরু থেকেই পিছিয়ে ছিলেন দেশের ব্যাটসম্যানরা। এক্ষেত্রে এখনও দাপট ধরে রেখেছেন বিদেশীরা। ইংল্যান্ডের অলরাউন্ডার রবি বোপারা এবার শুরু থেকেই ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। তিনি ১২ ম্যাচেই খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। দলটিতে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের মতো টি২০ ক্রিকেটের দুই অন্যতম সেরা ব্যাটসম্যান থাকার পরও তাদের ছাপিয়ে সেরা অবস্থানে আছেন বোপারাই।
×