ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আলু চাষে ব্যস্ত আত্রাইয়ের কৃষকরা

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ নভেম্বর ২০১৭

বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আলু চাষে ব্যস্ত আত্রাইয়ের কৃষকরা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বন্যার ক্ষতি পুষিয়ে নিতে নওগাঁর আত্রাই উপজেলার কৃষকরা অপেক্ষাকৃত উঁচু ও ডাঙ্গা জমিতে আগাম আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। আগাম জাতের আলু চাষে লাভ হওয়ায় কৃষকরা কোমড় বেঁধে মাঠে নেমেছেন। কেউ জমি তৈরি করছেন, কেউবা শ্রমিক নিয়ে ক্ষেতে আলু লাগাচ্ছেন। প্রতিবছর আগাম জাতের আলু চাষ করে লাভবান হওয়ায়, গেল বছরের তুলনায় এবার অধিক জমিতে আলু চাষ করছেন উপজেলার কৃষকরা। কিছু দিন আগে যে জমির ধান কেটে ঘরে তুলেছেন প্রান্তিক কৃষক, সেই জমিতেই এখন আগাম আলুর বীজ রোপনে ব্যস্ত সময় পাড় করছেন তারা। আত্রাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকার কারণে গত বছরের তুলনায় এ বছর প্রত্যেকটি কৃষক আলু চাষ করে অধিক মুনাফা লাভ করতে পারবে। গত বছর উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ২ হাজার ৭ শ’ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিল। এবার উপজেলার ৮টি ইউনিয়নে ৩ হাজারেরও বেশি হেক্টর জমিতে আলু চাষ করা হচ্ছে। এ বছর আবহাওয়া ভাল থাকায় এবং আলুর বীজ পর্যাপ্ত পাওয়ায় খুশি মনে আলু চাষে ঝুঁকে পড়েছেন তারা।
×