ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ডব্লিউটিএ ফাইনালসে গার্সিয়ার ঘাম ঝরানো জয়, সান্ত¡নার শেষ ম্যাচে জিতেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন জেলেনা ওস্টাপেঙ্কো

হ্যালেপকে উড়িয়ে সেমিতে ওজনিয়াকি

প্রকাশিত: ০৪:৩৫, ২৭ অক্টোবর ২০১৭

হ্যালেপকে উড়িয়ে সেমিতে ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্বার গতিতে ছুটছেন ক্যারোলিন ওজনিয়াকি। ডব্লিউটিএ ফাইনালসে এবার সিমোনা হ্যালেপকেও উড়িয়ে দিলেন ডেনমার্কের এই টেনিস তারকা। বুধবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ক্যারোলিন ওজনিয়াকি ৬-০ এবং ৬-২ গেমে পরাজিত করেন রোমানিয়ার সিমোনা হ্যালেপকে। সেইসঙ্গে সিঙ্গাপুরে চলমান এই টুর্নামেন্টের শেষ চারের টিকেটও নিশ্চিত করেন ড্যানিশ টেনিস তারকা। দিনের অন্য ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন ক্যারোলিন গার্সিয়াও। ফ্রান্সের অষ্টম বাছাই কঠিন লড়াইয়ের পর ৬-৭ (৯/৭), ৬-৩ এবং ৭-৫ গেমে পরাজিত করেন ইউক্রেনের চতুর্থ বাছাই এলিনা সিতলিনাকে। কোর্টের আলোচিত নাম ক্যারোলিন ওজনিয়াকি। গত এক দশক ধরেই পাদপ্রদীপের আলোয় অবস্থান করছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত নামের পাশে কোন গ্র্যান্ডস্লাম যোগ করতে পারেনি তিনি। তবে এতটুকুও হতাশ নন ডেনমার্কের এই টেনি সতারকা। দুর্দান্ত লড়াই করে যাচ্ছেন তিনি। চলতি বছরেও মেজর কোন শিরোপার স্বাদ পাননি তিনি। তারপরও হাল ছাড়েননি কখনই। এ মৌসুমের শুরু থেকে সাতটি টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন ক্যারোলিন ওজনিয়াকি। কিন্তু দুর্ভাগ্য তার ছয় ফাইনালেই লজ্জাজনকভাবে হেরেছেন তিনি। অবশেষে গত মাসে প্যান প্যাসিফিক ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেলেন ওজনিয়াকি। ফাইনালে রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজের শোকেসে তোলেন তিনি। সেইসঙ্গে ক্যারিয়ারের ২৬তম শিরোপা জিতলেন ২৭ বছর বয়সী ক্যারোলিন ওজনিয়াকি। গত বছরের অক্টোবরে হংকং ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ওজনিয়াকি। এরপর চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন। প্যান প্যাসিফিক ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই কোর্টে নেমেছিলেন ড্যানিশ তারকা। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো এই ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ২০১৪ সালে ফাইনালে উঠেও রানার্সআপের তৃপ্তি নিয়ে কোর্ট ছেড়েছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। এবার যখন শিরোপা উঁচিয়ে ধরেন তখন পুরনো স্মৃতিগুলোও মনে পড়ছিল তার। প্যান প্যাসিপিক ওপেন জয়ের পর ডব্লিউটিএ ফাইনালসেও ফেবারিট ছিলেন তিনি। শুরুটাও করেন দুর্দান্তভাবে। নিজের প্রথম ম্যাচে হারান ক্যারোলিন গার্সিয়াকে। সেই ম্যাচে তিনি ৬-৪ এবং ৬-২ গেমে জয় পেয়েছিলেন। দ্বিতীয়টিতেও দাপটের সঙ্গে জেতেন ওজনিয়াকি। তবে এখানে আক্রমণাত্মক খেলছেন তিনি। এতে সন্তুষ্ট ওজনিয়াকি। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড্যানিশ টেনিস তারকা বলেন, ‘এখানে যদি আপনি প্রথম ম্যাচে হেরেও যান তারপরও কিছুই হারাবেন না। এটা খুবই দারুণ ব্যাপার। এখানে আমি প্রথম ম্যাচ থেকেই আক্রমণাত্মক খেলেছি। সবকিছুই নিজের মতো হয়েছে। এটাই খুব ভাল লাগছে।’ রবিন রাউন্ড গ্রুপের শেষ ম্যাচে আজ আবারও কোর্টে নামবেন ওজনিয়াকি। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন এলিনা সিতলিনাকে। এদিকে ওজনিয়াকির কাছে হেরে চরম হতাশ সিমোনা হ্যালেপ। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে টুর্নামেন্টের শীর্ষ বাছাই বলেন, ‘আমি আজ অনেক বেশি ভুল করেছি। অন্যদিকে সে কোন ভুল করেনি। এটাকে আমি খারাপ দিনগুলোর একটা বলব।’ দিনের অন্য ম্যাচে অষ্টম বাছাই ক্যারোলিন গার্সিয়া হারিয়েছেন ইউক্রেনের এলিনা সিতলিনাকে। তবে জয়টা মোটেও সহজ ছিল না তার। টুর্নামেন্টের অষ্টম বাছাই সিতলিনাকে পরাজিত করতে ফরাসী তারকা ক্যারোলিনা গার্সিয়া এদিন সময় নেন দুই ঘণ্টা ৪৪ মিনিট। বৃহস্পতিবার সান্ত¡নার জয় নিয়ে কোর্ট ছেড়েছেন জেলেনা ওস্টাপেঙ্কো। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই লজ্জাজনকভাবে হার দেখেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপাজয়ী ওস্টাপেঙ্কো। যে কারণে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তার। শেষ ম্যাচটা ছিল কেবলই নিয়মরক্ষার। আর এই ম্যাচে তিনি ৬-৩ এবং ৬-১ গেমে পরাজিত করেছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে।
×