ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ

তামিমের পরিবর্তে মুমিনুল

প্রকাশিত: ০৬:০১, ২২ অক্টোবর ২০১৭

তামিমের পরিবর্তে মুমিনুল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজ চলছে। এরপর দুই ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে। টি২০ সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে শনিবার। ঘোষিত দলে রয়েছেন মুমিনুল হক। বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের দক্ষিণ আফ্রিকা সফর শেষ। তামিমের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন মুমিনুল। ওয়ানডে সিরিজে শুরুতে ছিলেন না মুমিনুল। তামিমের ইনজুরির জন্য মুমিনুলকে দল ঘোষণার পর আবার যোগ করা হয়। কিন্তু এখনও খেলার সুযোগ মিলেনি মুমিনুলের। হতে পারে আজ তৃতীয় ওয়ানডেতে মুমিনুলকে দেখা যেতে পারে। তা না হলেও টি২০ সিরিজে তামিমের পরিবর্তে থাকছেন মুমিনুল। খেলার সুযোগও তার ধরা দিতে পারে। টেস্ট সিরিজে ভাল ব্যাটিং করেছেন মুমিনুল। ওয়ানডেতেও সুযোগ করে নিয়েছেন। তবে টি২০ সিরিজের দলে না থাকায় সোমবার দেশে ফেরার কথা ছিল মুমিনুলের। কিন্তু এখন আর ফেরার তাড়া নেই। তিনি যে টি২০ দলে জায়গা করে নিয়েছেন। তাই টি২০ সিরিজ শেষে দলের সঙ্গেই ফিরবেন মুমিনুল। তামিমের পরিবর্তে মুমিনুলের টি২০ দলে অন্তর্ভুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু। টি২০’র দলে আছেন ১৪ ক্রিকেটার। এরমধ্যে ওয়ানডে দলে থাকা সবাই আছেন। তামিম ইকবালের সফর শেষ। তিনি টি২০ সিরিজে নেই। সেই সঙ্গে মুস্তাফিজুর রহমান তো আগেই বাদ। ইনজুরিতে তারও সফর আগেই শেষ হয়ে গেছে। আজ ওয়ানডে সিরিজ শেষে তামিম, মুস্তাফিজ দেশে ফিরবেন। সঙ্গে থাকবেন টি২০ থেকে অবসর নেয়া মাশরাফি বিন মর্তুজাও। লিটন কুমার দাস এবার থাকছেন। থাকছেন নাসির হোসেনও। এর সঙ্গে মুস্তাফিজের পরিবর্তে খেলতে যাওয়া শফিউলকেও টি২০ দলে রাখা হয়েছে। আর সাইফউদ্দিন এর আগেও টি২০ ম্যাচ খেলেছেন। আবার দলে আছেন। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে হওয়া টি২০ বিশ্বকাপে সর্বশেষ খেলেন মুমিনুল। আবারও তার সামনে টি২০ ম্যাচ খেলার সুযোগ ধরা দিয়েছে। এবার টি২০ দলের নেতৃত্বে থাকছেন সাকিব। মাশরাফি অবসর নেয়ায় সাকিবকে অধিনায়ক করা হয়েছে। ২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রথম ও ২৯ অক্টোবর পোচেফস্ট্রুমে দ্বিতীয় টি২০ অনুষ্ঠিত হবে। টি২০ দল ॥ সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান রুম্মন, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন।
×